ন্যায়বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে সোমবার সিরাজগঞ্জে রাস্তায় নামেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। দলের জুলাই কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ বলেন, “আমরা ফ্যাসিবাদী শাসনব্যবস্থা বিলুপ্ত করতে চাই। নতুন রাষ্ট্র, নতুন গঠনতন্ত্র চাই। সিরাজগঞ্জ থেকে দেশের প্রতিটি জেলায় আপনারা আমাদের সমর্থন করেছেন। এবার আমাদের একত্রিত হতে হবে ন্যায়বিচার ও সংস্কারের দাবিতে।”
তিনি প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আমরা নিরপেক্ষ প্রশাসন ও বিচার ব্যবস্থা চাই। অতীতে একটি দলকে সুবিধা দিতে প্রশাসন কাজ করেছে, আমরা সেই দৃশ্য আর দেখতে চাই না। আয়নাঘর থেকে শুরু করে অন্যান্য জায়গায় যা ঘটেছে, তা আমাদের সামনে। বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়।”
নাহিদ আরও বলেন, “শুনছি ডিসি ও এসপি অফিসগুলো দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে। সাবধান করে দিচ্ছি, আরেকজন বেনজীর বা ডিবি হারুন হবেন না। হলে আবার নতুন নাহিদ-সরজিস রাস্তায় নেমে আসবে।”
সমাবেশে দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “শুনছি, কেউ এনসিপিতে যোগ দিতে চাইলে তাকে হুমকি দেওয়া হচ্ছে। এনসিপির প্রতিটি ইউনিট জীবন দিতে প্রস্তুত। শুধু জানিয়ে দিন, আমরা ঢাকায় বসে নেই।”
তিনি বলেন, “জনগণই ঠিক করবে কে নেতৃত্ব দেবে। আমি যা বলেছি, তাতে বাশার মিডিয়া (বসুন্ধরা গ্রুপের) খুশি নয়। আমি ভয় পাই না, আবারও বলব।”
এই সমাবেশে সাধারণ মানুষ ও এনসিপির স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সমাবেশ শেষে নাহিদ ইসলাম ও দলের কেন্দ্রীয় নেতারা আগামী দিনের কর্মসূচি নিয়ে আলাপ করেন।