সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সোমবার হাইকোর্টের বিভাগীয় বেঞ্চ স্থাপনের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন আইনজীবীরা। ‘সাধারণ আইনজীবী’ ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
জাতীয় সংলাপ কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐকমত্য হয়েছে, তাতে দেশের বিভিন্ন বিভাগীয় শহরে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের প্রস্তাব রয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদেই আইনজীবীরা সুপ্রিম কোর্টের বিভিন্ন অংশে মিছিল করে শেষ পর্যন্ত বার সমিতি ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।
বক্তব্যে তারা বলেন, “বিভাগীয় শহরে বেঞ্চ স্থাপন সংবিধান ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিদ্ধান্তকে উপেক্ষা করে করা হচ্ছে। এটি সম্পূর্ণ অবৈধ এবং ন্যায়বিচারের জন্য হুমকি।”
তাদের আশঙ্কা, “এই সিদ্ধান্ত কার্যকর হলে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমার বদলে আরও বেড়ে যাবে। একই সঙ্গে বিচার বিভাগের কেন্দ্রীভবন নষ্ট হয়ে বিচার প্রক্রিয়ায় বিশৃঙ্খলা দেখা দেবে।”
প্রতিবাদকারীরা আরও বলেন, “আমরা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে এই উদ্যোগ প্রত্যাহারের দাবি জানাই।”
তারা উল্লেখ করেন, সংবিধান অনুযায়ী হাইকোর্টের বেঞ্চ স্থাপন সংবিধানের নির্দিষ্ট কাঠামো এবং সুপ্রিম কোর্টের অভ্যন্তরীণ নীতিমালার মাধ্যমে পরিচালিত হওয়া উচিত। অথচ আলোচনার নামে এসব সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে।
এই বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট মহলে বিষয়টি নিয়ে আলোচনার সূত্রপাত হয়েছে।