আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সোমবার তাদের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে সঞ্জয় গুপ্তের নাম ঘোষণা করেছে। তিনি ভারতের শীর্ষস্থানীয় সম্প্রচার সংস্থা জিওস্টার-এর ক্রীড়া ও লাইভ এক্সপেরিয়েন্স বিভাগের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সঞ্জয় গুপ্ত আইসিসির সপ্তম সিইও হিসেবে জিওফ অ্যালারডাইসের স্থলাভিষিক্ত হচ্ছেন। জিওফ চলতি বছরের জানুয়ারিতে চার বছর দায়িত্ব পালনের পর পদত্যাগ করেন।
আইসিসির চেয়ারম্যান জে শাহ বলেন, “সঞ্জয় গুপ্ত ক্রীড়া কৌশল এবং বাণিজ্যিক দিক থেকে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন, যা আইসিসির ভবিষ্যৎ পরিকল্পনার জন্য অত্যন্ত মূল্যবান হবে।”
বিশ্বজুড়ে ২৫টি দেশ থেকে আসা ২,৫০০-এর বেশি প্রার্থী এই পদের জন্য আবেদন করেছিলেন বলে জানিয়েছে আইসিসি।
নতুন দায়িত্ব নিয়ে প্রতিক্রিয়ায় সঞ্জয় গুপ্ত বলেন, “ক্রিকেটের জন্য এখন এক উত্তেজনাপূর্ণ সময়। বড় টুর্নামেন্টগুলোর ব্যাপ্তি বাড়ছে, বাণিজ্যিক সম্ভাবনাও দ্রুত সম্প্রসারিত হচ্ছে। নারী ক্রিকেটের জনপ্রিয়তাও বাড়ছে।”
তিনি আরও বলেন, “ক্রিকেটের ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অন্তর্ভুক্তি এবং প্রযুক্তির দ্রুত অগ্রগতি বিশ্বজুড়ে ক্রিকেট আন্দোলনকে নতুন মাত্রায় নিয়ে যাবে।”
আইসিসির এই পরিবর্তন ক্রিকেট বিশ্বের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা বলে মনে করছেন বিশ্লেষকেরা। নতুন নেতৃত্বের অধীনে ক্রিকেটের বাণিজ্যিক ও বৈশ্বিক প্রসার আরও জোরদার হবে বলেও আশাবাদ প্রকাশ করছেন অনেকে।