Tuesday, July 8, 2025
Homeবিনোদনতামিল সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন সুরেশ রায়না, ‘চিন্না থালা’কে দেখা যাবে বড়...

তামিল সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন সুরেশ রায়না, ‘চিন্না থালা’কে দেখা যাবে বড় পর্দায়

ক্রিকেট মাঠ থেকে সরাসরি সিনেমার পর্দায়, সুরেশ রায়না অভিনয় করবেন একটি তামিল চলচ্চিত্রে

ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না এবার সিনেমার জগতে পা রাখছেন। জনপ্রিয় আইপিএল দল চেন্নাই সুপার কিংসের হয়ে দীর্ঘদিন খেলে তামিলনাড়ুতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করা এই ‘চিন্না থালা’ এবার দেখা যাবে বড় পর্দায়।

তামিল ভাষায় নির্মিত এই সিনেমাটি প্রযোজনা করছে ড্রিম নাইট স্টোরিজ (ডিকেএস)। প্রতিষ্ঠানটি রোববার ইনস্টাগ্রামে একটি টিজার ভিডিও প্রকাশ করে রায়নার অভিনয়ে নামার খবরটি নিশ্চিত করেছে। ভিডিওতে দেখা যায়, রায়না এক বিশাল স্টেডিয়ামে প্রবেশ করছেন, চারপাশে দর্শকদের উল্লাস, আর নায়কোচিত ঢঙে তাঁকে স্বাগত জানানো হচ্ছে।

ছবিটির নাম এখনো চূড়ান্ত হয়নি, তবে ধারণা করা হচ্ছে গল্পটি ক্রিকেটকে ঘিরেই আবর্তিত হবে। পরিচালনায় থাকছেন লোকান এবং প্রযোজক হিসেবে থাকছেন ডি সারাভানা কুমার। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, “চিন্না থালা @sureshraina3-কে স্বাগত জানাই #DKSProductionNo1-এ!”

সিনেমা নিয়ে রায়না এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও তার এই পদক্ষেপে খুশি তার ভক্তরা, বিশেষ করে দক্ষিণ ভারতের সিএসকে অনুরাগীরা। অনেকেই মনে করছেন, মাঠের নায়ক এবার পর্দার নায়ক হিসেবেও দর্শকদের মন জয় করবেন।

এর আগে বলিউড বা দক্ষিণী ছবিতে ক্রীড়াজীবীদের উপস্থিতি নতুন কিছু নয়, তবে রায়নার মতো একজন জনপ্রিয় ক্রিকেটারের সরাসরি সিনেমায় অভিনয় করার ঘটনা নিঃসন্দেহে ভিন্ন মাত্রা যোগ করছে। এখন অপেক্ষা শুধু ছবিটির মুক্তির।

RELATED NEWS

Latest News