নওগাঁর পোরশা উপজেলার নিটপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক ইব্রাহিম হোসেনের মরদেহ তিন দিন পর ফেরত দেওয়া হয়েছে।
শনিবার রাত ১০টার দিকে নিটপুর সীমান্ত দিয়ে মরদেহটি বাংলাদেশে হস্তান্তর করে বিএসএফ।
নিহত ইব্রাহিম হোসেন ছিলেন পোরশা উপজেলার নিটপুর ইউনিয়নের রোদগ্রাম গ্রামের বাসিন্দা। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার সকালে তিনি নিজের গরু নিয়ে সীমান্ত এলাকার কাছে চরাতে গেলে ভারতের আগরাবাদ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তার ওপর গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে বিএসএফ সদস্যরা মরদেহটি ভারতের ভেতরে নিয়ে যায়। শুরুতে বিএসএফ নিহতের কথা অস্বীকার করলেও পরে তা স্বীকার করে এবং মরদেহ ফেরত দেয়।
নিটপুর ক্যাম্পের বিজিবি-১৬ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার মাহফুজুর রহমান জানান, বিএসএফের সঙ্গে একটি পতাকা বৈঠকের পর পুলিশ সদস্যদের নিয়ে মরদেহ গ্রহণ করা হয় এবং তা পরবর্তীতে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বিএসএফের এমন গুলির ঘটনাকে অমানবিক আখ্যা দিয়ে দ্রুত বিচার দাবি করেছেন।