Thursday, July 31, 2025
Homeরাজনীতিআঞ্চলিক বৈষম্যহীন ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে জুলাই আন্দোলন

আঞ্চলিক বৈষম্যহীন ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে জুলাই আন্দোলন

চাঁপাইনবাবগঞ্জে পদযাত্রায় এনসিপি নেতাদের ভাষণে উঠে এল বৈষম্যের অভিযোগ ও পরিবর্তনের অঙ্গীকার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কনভেনার নাহিদ ইসলাম বলেছেন, “জুলাই গণআন্দোলন আমাদের এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখিয়েছে, যেখানে থাকবে না কোনো আঞ্চলিক বৈষম্য। ন্যায়ভিত্তিক সমাজ গঠনের পথ দেখিয়েছে এই আন্দোলন।”

রোববার চাঁপাইনবাবগঞ্জ শহরে “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচির অংশ হিসেবে এক পদযাত্রায় এসব কথা বলেন তিনি। এটি ছিল এনসিপির এই কর্মসূচির ষষ্ঠ দিন।

শান্তির মোড় থেকে শুরু হয়ে পদযাত্রাটি বাতেন খান মোড়, নিমতলা মোড়, বড় ইন্দারা মোড় ঘুরে কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

নাহিদ বলেন, “চাঁপাইনবাবগঞ্জ দীর্ঘদিন ধরে শিক্ষা ও চিকিৎসাসহ নানা দিক দিয়ে বৈষম্যের শিকার। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে সবার জন্য সমান সুযোগ থাকবে।”

তিনি আরও বলেন, “আমরা আপনাদের সমস্যা শুনতে এসেছি। চাঁপাইনবাবগঞ্জ আমের জন্য বিখ্যাত হলেও, কোনো সরকার এই ফলকে শিল্পে রূপান্তর ও রপ্তানির উদ্যোগ নেয়নি।”

জুলাই আন্দোলনের সময় চাঁপাইনবাবগঞ্জে শহিদ হওয়া দুজনের কথা স্মরণ করে নাহিদ বলেন, “যে স্বপ্ন দেখে তারা জীবন দিয়েছেন, সেই নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের কাঁধে। এই দায়িত্ব পালনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “আপনারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও আঞ্চলিক বৈষম্যের শিকার। নতুন বাংলাদেশে আর যেন কোনো বৈষম্য না থাকে, সেটাই আমাদের লক্ষ্য।”

পদযাত্রায় অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে রাস্তায় অবস্থান নিয়ে শ্লোগান দেন এবং মানুষের দুঃখ-দুর্দশার গল্প শোনেন। নেতারা বলেন, এই কর্মসূচি চলবে দেশের ৬৪ জেলাতেই।

আন্দোলনকে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা হিসেবে বিবেচনা করছেন এনসিপি নেতারা, যেখানে জনগণের কথা শোনা এবং তাদের স্বপ্ন বাস্তবায়নই হবে প্রধান কাজ।

RELATED NEWS

Latest News