Monday, July 7, 2025
Homeঅর্থ-বাণিজ্যচট্টগ্রাম বন্দরের এনসিটি ব্যবস্থাপনায় দায়িত্ব নিচ্ছে চট্টগ্রাম ড্রাই ডক

চট্টগ্রাম বন্দরের এনসিটি ব্যবস্থাপনায় দায়িত্ব নিচ্ছে চট্টগ্রাম ড্রাই ডক

সাইফ পাওয়ারটেকের চুক্তির মেয়াদ শেষ, ছয় মাসের জন্য দায়িত্ব নিল নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত সিডিডিএল

চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) সোমবার থেকে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) দায়িত্ব গ্রহণ করছে। ছয় মাসের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটিকে, যা সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে কার্যকর হবে।

সাবেক অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেডের সঙ্গে সরকারের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে রোববার। এরপর চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড এই দায়িত্ব গ্রহণ করছে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার।

তিনি বলেন, “আমরা আশা করছি এই নতুন যাত্রা বন্দরে দুর্নীতি হ্রাস করবে, সিন্ডিকেট ভাঙবে, গতি বাড়াবে এবং রাজস্ব আয়ে ইতিবাচক প্রভাব ফেলবে। এটি একটি ঐতিহাসিক পরিবর্তন।”

চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড ছিল বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের একটি প্রতিষ্ঠান। এটি মূলত জাতীয় পতাকাবাহী জাহাজ এবং চট্টগ্রাম বন্দরে আগত জাহাজগুলোর নিয়মিত ও জরুরি মেরামতের প্রয়োজন মেটাতে গঠিত হয়। ২০১৫ সালের ২৩ ডিসেম্বর এটি বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে চলে যায় এবং এখন এটি একটি রাষ্ট্রায়ত্ত লিমিটেড কোম্পানি হিসেবে পরিচালিত হচ্ছে।

আজাদ মজুমদার জানান, “সব কিছু ঠিকঠাক থাকলে ভবিষ্যতে আন্তর্জাতিক অপারেটরদেরও সম্পৃক্ত করা হবে।”

বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম, যা দেশের প্রায় ৯২ শতাংশ আমদানি-রপ্তানি বাণিজ্য পরিচালনা করে থাকে।

নিউ মুরিং কনটেইনার টার্মিনাল তৈরি হয় ৭৩৭ কোটি টাকা ব্যয়ে। ৬৫ একর জমির ওপর এক হাজার মিটার দীর্ঘ বার্থ এবং প্রয়োজনীয় ব্যাকআপ সুবিধা রয়েছে সেখানে। ২০০৭ সালের মে মাসে টার্মিনালটি জাহাজ পরিচালনার জন্য চালু হয়।

এরপর থেকেই সাইফ পাওয়ারটেক লিমিটেড টার্মিনালটির ব্যবস্থাপনায় নিয়োজিত ছিল। এখন সেই জায়গায় আসছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড। এই পদক্ষেপে বন্দর ব্যবস্থাপনায় নতুন গতি ও স্বচ্ছতা আসবে বলে আশা করা হচ্ছে।

RELATED NEWS

Latest News