Tuesday, July 8, 2025
Homeখেলাধুলাক্রিকেটবোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক, আত্মবিশ্বাসেই জয় এনে দিলেন তানভীর ইসলাম

বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক, আত্মবিশ্বাসেই জয় এনে দিলেন তানভীর ইসলাম

পাঁচ উইকেট নিয়ে ম্যাচজয়ী তানভীর ইসলাম জানালেন আত্মবিশ্বাস আর পুরনো বোলিং অ্যাকশনেই ফিরেছে সাফল্য

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টিকে থাকতে হলে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। সেই কঠিন চ্যালেঞ্জেই দলের জন্য সামনে থেকে নেতৃত্ব দিলেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। ৪৫.৫ ওভারে বাংলাদেশের ২৪৮ রানের সংগ্রহ রক্ষায় ৫ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন তিনি।

তানভীর বলেন, “আমরা বিশ্বাস করেছিলাম এই রান ডিফেন্ড করা সম্ভব। উইকেট পড়েছে, কিন্তু অধিনায়ক আর টিম ম্যানেজমেন্ট আমাদের ভরসা দিয়েছে। প্রথম দুই ওভারে ২২ রান দেওয়ার পর অধিনায়ক এসে বলল, ‘বোলাররা মার খায়, এটা স্বাভাবিক। তুমি উইকেট নেওয়ার বল করো, রক্ষণাত্মক নয়।’”

সাম্প্রতিক সময়ে বোলিং অ্যাকশনে পরিবর্তন এনে মাঠে ফেরেন তানভীর। তবে সেই পরিবর্তন সবার কাছে ভালোভাবে গৃহীত হয়নি। তখন পাশে দাঁড়ান সতীর্থ তৌহিদ হৃদয়।

“পাকিস্তান সিরিজে অ্যাকশন পরিবর্তন করেছিলাম। অনেকেই এটা নেতিবাচকভাবে নিয়েছে। আমি অনেকটা দ্বিধায় ছিলাম। তখন হৃদয় বলল, ‘তুমি তানভীর হয়েছো ওই অ্যাকশনেই। ওটাই তোমার জন্য সেরা।’ এরপর আমি আবার আগের অ্যাকশনে ফিরে যাই,” বলেন তানভীর।

২৮ বছর বয়সী তানভীর নিজের ক্রিকেট দর্শন নিয়েও কথা বলেন। জানান, “আমার কোনো আদর্শ স্পিনার নেই। আমি সবসময় ভালো লাইন-লেন্থে বল করার চেষ্টা করি, বল টার্ন করাতে চাই।”

বয়স কিংবা প্রচলিত পথ নয়, নিজেকে প্রমাণের ওপরই ভরসা রাখেন তানভীর। বলেন, “আমি কখনও বয়সভিত্তিক দলে খেলিনি। ঢাকা প্রিমিয়ার লিগ থেকেই ক্যারিয়ার শুরু করেছি। সবসময় ভাবতাম, পারফর্ম করলেই সুযোগ আসবে। আলহামদুলিল্লাহ, এখন আমার একটি আন্তর্জাতিক ম্যাচ সেরার পুরস্কার রয়েছে।”

ম্যাচ শেষে শ্রীলঙ্কান অলরাউন্ডার জানিথ লিয়ানাগে প্রশংসা করেন তানভীরের। “সে সত্যিই ভালো বোলার। আমি ওর বিপক্ষে ঝুঁকি নিতে চাইনি। দারুণ বল করেছে,” বলেন লিয়ানাগে।

শুধু উইকেট নয়, আত্মবিশ্বাস, টিম স্পিরিট এবং নিজের ছন্দে ফেরার গল্পও লিখেছেন তানভীর ইসলাম। এখন সামনে তাকিয়ে আছে পুরো দল, সিরিজ জয়ের লক্ষ্যে।

RELATED NEWS

Latest News