Sunday, July 6, 2025
Homeখেলাধুলাদিয়োগো জোটার মৃত্যুতে ভেঙে পড়েছেন সালাহ, বললেন ‘লিভারপুলে ফেরার ভয় পাচ্ছি’

দিয়োগো জোটার মৃত্যুতে ভেঙে পড়েছেন সালাহ, বললেন ‘লিভারপুলে ফেরার ভয় পাচ্ছি’

সড়ক দুর্ঘটনায় জোটার মৃত্যুতে অনিশ্চয়তায় প্রাক-মৌসুম প্রস্তুতি, শোকস্তব্ধ ক্লাব-সতীর্থরা

লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোটার মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। সতীর্থ মোহাম্মদ সালাহ জানিয়েছেন, এই ট্র্যাজেডির পর লিভারপুলে ফিরতে ভয় পাচ্ছেন তিনি।

স্পেনের একটি মোটরওয়েতে বৃহস্পতিবার ভোরে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েন জোটা ও তার ছোট ভাই আন্দ্রে সিলভা। দুর্ঘটনার পরপরই গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

জোটার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে ক্লাব ও সমর্থকদের মাঝে। শুক্রবার পর্তুগালে তার দাফনের আগে আয়োজিত প্রার্থনায় জড়ো হয়েছিলেন শতাধিক শোকাভিভূত মানুষ।

লিভারপুলের অধিনায়ক ভার্জিল ফন ডাইক ইনস্টাগ্রামে লেখেন, “পুরোপুরি হতবাক ও ভেঙে পড়েছি।”

ক্লাবের নতুন কোচ আর্নে স্লট বলেন, “এই কঠিন সময়ে আমাদের একসঙ্গে থাকতে হবে, জোটার প্রতি সম্মান জানাতে হবে।”

মিশরীয় ফরোয়ার্ড সালাহ বলেন, “আমি ভাষা হারিয়ে ফেলেছি। কাল পর্যন্ত লিভারপুলে ফেরার চিন্তায় ভয় পাওয়ার মতো কিছু কল্পনায় ছিল না। সতীর্থরা আসে যায়, কিন্তু এমনভাবে নয়। এটা মেনে নেওয়া কষ্টকর যে জোটা আর থাকবে না।”

তিনি আরও লেখেন, “তার স্ত্রী, সন্তান, এবং মা-বাবার কথা ভাবলেই হৃদয় ভারী হয়ে আসে। জোটা ও তার ভাই আন্দ্রের কাছের মানুষদের পাশে থাকা আমাদের দায়িত্ব।”

জোটা গত ২২ জুন দীর্ঘদিনের সঙ্গী রুট কার্দোসোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগেই তিনি তাদের বিয়ের ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। এই দম্পতির তিনটি সন্তান রয়েছে।

প্রথম দল হিসেবে শুক্রবার লিভারপুলের খেলোয়াড়দের প্রাক-মৌসুম ফিটনেস ক্যাম্পে যোগ দেওয়ার কথা থাকলেও তা পিছিয়ে সোমবারে নেওয়া হয়েছে।

আগামী ১৩ জুলাই প্রেস্টনের বিপক্ষে লিভারপুলের প্রথম প্রাক-মৌসুম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা।

জোটার স্মরণে অ্যানফিল্ডে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং একটি শোকবই খোলা হয়েছে। সমর্থকরা অ্যানফিল্ডে ফুল, স্কার্ফ ও জার্সি রেখে শ্রদ্ধা জানিয়েছেন। তার সাবেক ক্লাব উলভারহ্যাম্পটনের মাঠ মলিনিউ স্টেডিয়ামেও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

RELATED NEWS

Latest News