বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজের জন্য দল ঘোষণা করেছে। স্কোয়াডে চমক হিসেবে ফিরেছেন দুই পুরোনো মুখ—মোহাম্মদ নাঈম ও পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
দীর্ঘদিন পর দলে ফেরা ওপেনার নাঈম সর্বশেষ বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২২ সালের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে। সদ্য ঘোষিত ওয়ানডে স্কোয়াডেও তার নাম রয়েছে। অপরদিকে সাইফউদ্দিনকে সর্বশেষ দেখা গেছে ২০২৪ সালের মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে। এবার তিনি পেস আক্রমণে নতুন করে শক্তি যোগাতে ফিরছেন দলে।
তবে ধারাবাহিক ব্যর্থতার কারণে দল থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত, যিনি শেষ ১৯ টি-টোয়েন্টি ইনিংসে একটি হাফসেঞ্চুরিও করতে পারেননি। তার পাশাপাশি বাদ পড়েছেন সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ—যারা সর্বশেষ সিরিজে দলে ছিলেন।
সিরিজটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার ক্যান্ডি, দাম্বুলা ও কলম্বোতে, ১০ থেকে ১৬ জুলাইয়ের মধ্যে।
বাংলাদেশ দলের পূর্ণ স্কোয়াডঃ
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম, তৌহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শাক মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।
নতুন-পুরোনো মিশ্রণে গঠিত এই স্কোয়াড শ্রীলঙ্কার মাটিতে ভালো পারফরম্যান্স দেখাতে কতটা সক্ষম হয়, সেটিই এখন দেখার বিষয়।