দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় শুক্রবার সকাল পর্যন্ত নতুন করে ২০৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)।
প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সময়ে বরিশাল বিভাগে সর্বোচ্চ ১০১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ৯ জন, ঢাকা বিভাগে ২২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১৯ জন এবং দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ৩৮ জন রোগী ভর্তি হয়েছেন। ময়মনসিংহে ৫ জন এবং রাজশাহী বিভাগে ১০ জন নতুন রোগী পাওয়া গেছে।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ১১ হাজার ৬৬০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ সময়ের মধ্যে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ জনে।
গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতাল থেকে ২৫৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
প্রসঙ্গত, গত বছর দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা নাগরিকদের সচেতন হওয়ার পাশাপাশি মশার বিস্তার রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। বিশেষ করে বর্ষাকাল ও জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন বাড়ায় ডেঙ্গুর ঝুঁকি আরও বেড়ে যায়।
স্থানীয় প্রশাসন ও সিটি করপোরেশনসমূহকেও এই বিষয়ে সক্রিয় ভূমিকা নিতে অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ডেঙ্গু প্রতিরোধে ঘরের ভেতর ও বাইরে পরিচ্ছন্নতা বজায় রাখা, মশারি ব্যবহার এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত চিকিৎসা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।