ব্র্যাড পিট সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রকাশ করেছেন, জনপ্রিয় রেসিং সিনেমা ফোর্ড ভার্সেস ফেরারি-তে শুরুতে তার ও টম ক্রুজের অভিনয়ের কথা ছিল। কিন্তু সিনেমার চরিত্রে গাড়ি চালানোর সুযোগ কম থাকায় সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।
দ্য ন্যাশনাল-এর সঙ্গে বুধবারের এক সাক্ষাৎকারে পিট বলেন, “টম আর আমি প্রথমে জোকে (পরিচালক) নিয়ে এই সিনেমায় কাজ করার কথা বলেছিলাম। তখনকার পরিকল্পনা অনুযায়ী টম ‘ক্যারল শেলবি’ চরিত্রে আর আমি ‘কেন মাইলস’-এর ভূমিকায় অভিনয় করতাম। কিন্তু টম যখন বুঝলেন শেলবি চরিত্রটি সিনেমায় খুব একটা ড্রাইভ করবে না, তখন সেটা আর এগোয়নি।”
পরবর্তীতে এই দুই চরিত্রে অভিনয় করেন যথাক্রমে ম্যাট ড্যামন ও ক্রিশ্চিয়ান বেল। সিনেমাটি পরিচালনা করেন জেমস ম্যানগোল্ড এবং ২০১৯ সালে মুক্তি পেয়ে ব্যাপক সফলতা অর্জন করে।
এছাড়াও, পিট তার সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা F1: The Movie এবং একটি সম্ভাব্য সিক্যুয়েলের প্রসঙ্গও তোলেন। তিনি বলেন, “আমি আবার ড্রাইভ করতে চাই। যদিও আমার চরিত্র সনি হেইস ইতোমধ্যেই ফর্মুলা ওয়ান ছাড়ছে সিনেমার গল্প অনুযায়ী।”
তবে তিনি আরও জানান, সিক্যুয়েলের ফোকাস মূলত হবে ড্যামসন ইদ্রিস অভিনীত চরিত্র ‘জোশুয়া পিয়ার্স’ ও তার টিমের উপর। “সনির ভবিষ্যত কী হতে পারে, তা এখনও নিশ্চিত নয়। হয়তো সে এখন বনেভিল সল্ট ফ্ল্যাটসে গতির রেকর্ড গড়ছে,” বলেন পিট।
এই সাক্ষাৎকারে পিট পুরনো সহকর্মী টম ক্রুজের সঙ্গে আবারও একসঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেন। তিনি বলেন, “আমি চাই ভবিষ্যতে আবার তার সঙ্গে কাজ করতে। হয়তো ডেজ অব থান্ডার-এর সিক্যুয়েলে।”
এ মুহূর্তে F1: The Movie দর্শকদের মাঝে সাড়া ফেলেছে। আর সিনেমা জগতে ব্র্যাড পিট ও টম ক্রুজ জুটির একসঙ্গে ফের পর্দায় আসার সম্ভাবনা নিয়েও বাড়ছে আগ্রহ।