Saturday, July 5, 2025
Homeজাতীয়জুলাই স্মরণ অনুষ্ঠানে এক মিনিটের ইন্টারনেট ব্ল্যাকআউট বাতিল

জুলাই স্মরণ অনুষ্ঠানে এক মিনিটের ইন্টারনেট ব্ল্যাকআউট বাতিল

জনমত ও অভ্যন্তরীণ আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত, জানালেন উপদেষ্টা ফারুকী

আসন্ন জুলাই স্মরণ অনুষ্ঠানের অংশ হিসেবে ঘোষিত প্রতীকী ‘এক মিনিটের ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই তথ্য জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

তিনি লেখেন, “শুরু থেকেই জুলাই স্মরণ কর্মসূচির একটি নির্দিষ্ট অংশ নিয়ে আমাদের মধ্যে দ্বিধা ছিল। এক মিনিটের ইন্টারনেট ব্ল্যাকআউট বিষয়ে একাধিকবার পরিবর্তন আনা হয়েছে। এটা খুব ভালো ধারণা নাও হতে পারে।”

পোস্টে তিনি আরও লেখেন, “অনেক আলোচনা-পর্যালোচনার পর আমরা একসময় কর্মসূচিটি পুনরায় অন্তর্ভুক্ত করেছিলাম। বড় পরিসরের আয়োজন ও বৃহৎ টিমের কাজের মাঝে এ ধরনের বিষয় অনেক সময় দৃষ্টির আড়ালে চলে যায়।”

ফারুকী জানান, বিষয়টি নিয়ে জরুরি অভ্যন্তরীণ বৈঠকে বসার পর ‘এক মিনিটের ইন্টারনেট বন্ধ’ কর্মসূচি সম্পূর্ণভাবে বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়।

তিনি বলেন, “আপনাদের মতামতের জন্য কৃতজ্ঞ। সংশোধিত স্লাইড শিগগিরই প্রকাশ করা হবে।”

তবে অন্যান্য সকল কর্মসূচি পূর্বনির্ধারিতভাবেই চলবে বলে নিশ্চিত করেন উপদেষ্টা।

“আসুন, আবারও আমরা সংযুক্ত হই, সংগঠিত হই এবং জুলাইয়ের প্রকৃত চেতনায় নিজেদের জাগিয়ে তুলি,” পোস্টের শেষে এভাবেই লেখেন ফারুকী।

উল্লেখ্য, এর আগে জুলাই স্মরণ অনুষ্ঠানের প্রস্তাবিত কর্মসূচির মধ্যে প্রতীকীভাবে এক মিনিট ইন্টারনেট সংযোগ বন্ধ রাখার পরিকল্পনা নেয়া হয়েছিল, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

জনমতের প্রতিফলন ও কর্মসূচির যৌক্তিকতা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠলে, শেষ পর্যন্ত কর্মসূচিটি বাতিলের সিদ্ধান্ত নেয় সরকার।

RELATED NEWS

Latest News