ইতালীয় নাগরিক চেজারে তাভেলা হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং চারজনকে খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ সামিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
যারা যাবজ্জীবন সাজা পেয়েছেন তারা হলেন তমজিদ আহমেদ ওরফে রুবেল, রাসেল চৌধুরী এবং মিনহাজুল আরেফিন ওরফে ভাগনে রাসেল।
অন্যদিকে, খালাসপ্রাপ্ত চারজন হলেন বিএনপি নেতা এম এ কাইয়ুম, তার ভাই আবদুল মতিন, শাখাওয়াত হোসেন ও সোহেল।
মামলার বিচারকাজ চলাকালীন সময়ে তমজিদ, রাসেল, মিনহাজুল, মতিন এবং শাখাওয়াত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।
তবে এম এ কাইয়ুম ও সোহেল রায় ঘোষণার সময় পলাতক ছিলেন। মতিন জামিনে মুক্ত ছিলেন এবং বাকি চার আসামি কারাগারে থেকে আদালতে হাজির ছিলেন।
মামলার এজাহারে বলা হয়, ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকার গুলশান ৯০ নম্বর সড়কের গভর্নর হাউসের দক্ষিণ পাশের ফুটপাথে চেজারে তাভেলাকে গুলি করে হত্যা করা হয়। তিনি নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইসিসিও কো-অপারেশনের কর্মকর্তা ছিলেন।
ঘটনার পর এই হত্যা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে এবং বাংলাদেশে বিদেশি নাগরিকদের নিরাপত্তা প্রশ্নে উদ্বেগ দেখা দেয়।
রায় ঘোষণার পর আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, সাজাপ্রাপ্তদের বিরুদ্ধে রায় কার্যকরের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া গ্রহণ করা হবে।
অন্যদিকে, খালাসপ্রাপ্তদের মুক্তির বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।
আইনজীবীরা জানান, রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ উভয় পক্ষেরই রয়েছে।
এদিকে মামলাটির দীর্ঘসূত্রতা এবং পলাতক আসামিদের অবস্থান নিয়ে প্রশ্নও তুলেছেন পর্যবেক্ষকরা। তবুও দীর্ঘদিন পর বহুল আলোচিত মামলার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল বলে মনে করছেন অনেকে।