চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঝডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ইব্রাহিম বাবু (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
বুধবার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। নিহত বাবু ঝাঝডাঙ্গা গ্রামের নূর ইসলামের ছেলে।
নিহতের পরিবার জানায়, বাবু চার থেকে পাঁচজনের একটি দলের সঙ্গে সীমান্তের কাছাকাছি এক মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন।
এ সময় ভারতের নদিয়া জেলার গেদে ক্যাম্প থেকে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই বাবু নিহত হন। অন্যরা কোনোভাবে পালিয়ে বাঁচেন।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছি। বিষয়টি তদন্তাধীন।”
ঘটনার পর চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, তারা ভারতের ৩২ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করেছেন।
তবে বিজিবি পতাকা বৈঠকের অনুরোধ জানালেও বিএসএফ এখন পর্যন্ত সাড়া দেয়নি।
বিএসএফ দাবি করেছে, ওই সময় তারা স্বর্ণ চোরাচালানকারীদের ধাওয়া করছিল এবং ধাওয়ার সময় একজন গুলিবিদ্ধ হয়েছেন।
এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, নিরীহ গ্রামবাসীদের ওপর অহেতুক গুলি চালানো হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় অপ্রীতিকর ঘটনা রোধে সতর্কতা জারি করা হয়েছে এবং প্রয়োজনে উচ্চপর্যায়ে আলোচনা করা হবে।
সীমান্তে এ ধরনের প্রাণঘাতী ঘটনা দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।