Thursday, July 3, 2025
Homeখেলাধুলারিতু পর্নার জোড়া গোলের ঝলকানিতে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী দল

রিতু পর্নার জোড়া গোলের ঝলকানিতে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী দল

মিয়ানমারকে ২–১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে জায়গা করে নিল বাংলাদেশ

মাঠে যখন বড় ম্যাচ, তখন বড় মুহূর্তের প্রয়োজন হয়। আর ঠিক তখনই হাজির হন রিতু পর্না চাকমা। মিয়ানমারের বিপক্ষে বুধবারের ম্যাচে ফের সেই চেনা দৃশ্য। ৭১তম মিনিটে দুর্দান্ত এক গোল করে ইতিহাস লিখলেন তিনি।

ম্যাচটি ছিল এএফসি নারী এশিয়ান কাপের বাছাইপর্বের গুরুত্বপূর্ণ লড়াই। বাংলাদেশের সামনে সুযোগ ছিল প্রথমবারের মতো মূলপর্বে জায়গা করে নেওয়ার। মিয়ানমার ছিল র‍্যাংকিংয়ে ৭৩ ধাপ ওপরে। কিন্তু গোলের সামনে রিতু পর্নার এক পায়ের কারিকুরিতেই বদলে গেল সব হিসাব।

বক্সের বাম পাশে বল পেয়ে কিছুটা জায়গা বের করে বাঁ পায়ে এক দুর্দান্ত শটে বল জালে পাঠালেন তিনি। গোলরক্ষক কেবল তাকিয়ে রইলেন। বল জালে পৌঁছাতে তার কিছুই করার ছিল না। ওই গোলেই ২–১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

তবে এটিই ছিল না ম্যাচের একমাত্র মুহূর্ত। ম্যাচের প্রথমার্ধেও রিতুই দিয়েছিলেন প্রথম গোল। প্রতিপক্ষের ডিফেন্স থেকে প্রতিহত হওয়া ফ্রি কিক ফিরে পেয়ে বাঁ পায়ের শটে জালের দেখা পান তিনি।

রিতু পর্নার এ ধরনের গোল নতুন কিছু নয়। ২০২৪ সালের সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালেও এমনই এক বাঁ পায়ের কারুকার্যে শিরোপা এনে দিয়েছিলেন দলকে।

বাহরাইনের বিপক্ষে বাছাইপর্বের প্রথম ম্যাচেও একটি থান্ডারবোল্ট শটে গোল করেছিলেন তিনি। একইভাবে সাফ সেমিফাইনাল ও ২০২২ সালের পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও নিজের জাত চিনিয়েছেন দুর্দান্ত গোল করে।

তাঁর গোলগুলো কেবল দেখার জন্য নয়, এগুলো আসে দলের সবচেয়ে দরকারি মুহূর্তে। ঠিক যখন প্রয়োজন একজন উদ্ভাবকের, একজন ফিনিশারের।

এই জয়ের ফলে বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে।

আর সেই যাত্রার রূপকার — রিতু পর্না চাকমা। কারণ, যখন সবচেয়ে বেশি প্রয়োজন, রিতু কেবল গোল করেন না, তিনি করেন চিরস্মরণীয় গোল।

RELATED NEWS

Latest News