লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মিকে চাকরি থেকে বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বুধবার (২ জুলাই) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে বলা হয়, উর্মি “গুরুতর অসদাচরণে” জড়িয়ে পড়ায় তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গত বছরের ৭ অক্টোবর প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসকে নিয়ে ফেসবুকে একটি বিতর্কিত পোস্ট দেন তাপসী উর্মি। এতে তিনি প্রধান উপদেষ্টাকে অপমানজনক ভাষায় উল্লেখ করেন এবং তার প্রশাসনকে সরিয়ে দেওয়ার হুমকি দেন।
ফেসবুক পোস্টের বিষয়টি প্রকাশ্যে আসার পরপরই তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এবং বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়।
তদন্তে আরও উঠে আসে, তিনি আরেকটি ফেসবুক পোস্টে গত বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সায়েদকে ‘সন্ত্রাসী’ বলে উল্লেখ করেন।
এ ঘটনার জেরে উর্মির বিরুদ্ধে মানহানির মামলাও দায়ের করা হয়, বর্তমানে তিনি ওই মামলায় জামিনে রয়েছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সরকারি চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই ঘটনার প্রেক্ষিতে সামাজিক ও প্রশাসনিক মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই সরকারি কর্মকর্তার এমন আচরণকে দায়িত্বজ্ঞানহীন ও প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থী বলে অভিহিত করেছেন।
প্রশাসন বলছে, শৃঙ্খলা রক্ষা ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।