Thursday, July 3, 2025
Homeখেলাধুলাক্রিকেটশ্রীলঙ্কাকে ২৪৪ রানে অলআউট করল বাংলাদেশ, তাসকিন-তানজিমের দুর্দান্ত বোলিং

শ্রীলঙ্কাকে ২৪৪ রানে অলআউট করল বাংলাদেশ, তাসকিন-তানজিমের দুর্দান্ত বোলিং

তাসকিন-তানজিমের দুর্দান্ত বোলিংয়ে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং সাফল্য

তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবের দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কাকে ২৪৪ রানে অলআউট করে দিয়েছে বাংলাদেশ। বুধবার (২ জুলাই) কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে এই নিয়ন্ত্রিত বোলিং পারফরম্যান্স তুলে ধরে সফরকারীরা।

বাংলাদেশের বোলাররা শ্রীলঙ্কাকে ৪৯ দশমিক ২ ওভারে অলআউট করে প্রতিপক্ষকে চাপে ফেলে দেয়। যদিও লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা লড়াই চালিয়ে যান ১২৩ বল মোকাবেলায় ১০৬ রানের ইনিংসে। তিনি ছয়টি চার ও চারটি ছক্কা হাঁকান।

তবে শুরুতেই তাসকিন ও তানজিমের জোড়া আঘাতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। প্রথম পাওয়ারপ্লেতে মাত্র ২৯ রানে ৩ উইকেট হারায় তারা।

এরপর কুশল মেন্ডিস (৪৫) ও আসালাঙ্কা ইনিংস গুছিয়ে নেওয়ার চেষ্টা করলেও অভিষিক্ত তানভীর ইসলাম মেন্ডিসকে ফিরিয়ে জুটি ভেঙে দেন।

তাসকিন ছিলেন দিনের সেরা বোলার। ৪২ রানে ৪ উইকেট নিয়ে ইনিংসের শেষ দিকে হাসারাঙ্গা (২২) ও থিকশানাকে ফিরিয়ে দেন তিনি।

তানজিম হাসান সাকিব ৯ দশমিক ২ ওভারে ৪৬ রানে ৩ উইকেট নিয়ে প্রমাণ করেন তিনি লম্বা রেসের ঘোড়া। ইনিংসের গুরুত্বপূর্ণ সময়ে আসালাঙ্কাকেও তুলে নেন তিনি।

ম্যাচ চলাকালীন মুস্তাফিজুর রহমান হঠাৎ চোট পেয়ে মাঠ ছাড়লেও, তাতে দলের মনোবল নষ্ট হয়নি। তানভীর ইসলামও ক্র্যাম্পের মাঝেও নিজের ১০ ওভার পূর্ণ করেন এবং ১ উইকেট নেন।

শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ২৪৯ রানের আগে অলআউট হয়ে যায়, যার ফলে বাংলাদেশ পায় ২৪৫ রানের লক্ষ্য।

পুরোদস্তুর ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের অধীনে এটি ছিল তাঁর প্রথম ম্যাচ। তার নেতৃত্বে দল যেমন গোছানো ছিল, তেমনি ছিল বোলারদের দৃঢ়তা ও নিয়ন্ত্রিত পারফরম্যান্স।

এখন দেখার বিষয়, ব্যাট হাতে এই লক্ষ্য কতটা কার্যকরভাবে তাড়া করতে পারে বাংলাদেশ, এবং সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে যেতে পারে কি না।

RELATED NEWS

Latest News