Thursday, July 3, 2025
Homeজাতীয়২৪ ঘণ্টায় করোনায় আরও ১ জনের মৃত্যু, নতুন করে শনাক্ত ২৭

২৪ ঘণ্টায় করোনায় আরও ১ জনের মৃত্যু, নতুন করে শনাক্ত ২৭

চলতি বছরে মৃতের সংখ্যা দাঁড়াল ২৩, শনাক্তের সংখ্যা ছাড়াল ৬০০

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২৭ জন।

বুধবার (২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে। তাদের মধ্যে ১৩ জন নারী এবং ১০ জন পুরুষ।

একই সময়ে দেশে করোনা সংক্রমণ শনাক্তের জন্য ৫১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ০২ শতাংশ।

সাম্প্রতিক এই পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০৯ জনে।

মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২১ জনের। এসময় পর্যন্ত শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ৮০ জন।

দেশে এ পর্যন্ত গড় শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৪ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিশেষজ্ঞরা মনে করছেন, সাম্প্রতিক এই ঊর্ধ্বগতি জনস্বাস্থ্যের জন্য হুমকি হতে পারে। স্বাস্থ্যবিধি মেনে চলা ও সচেতনতা বৃদ্ধি করার তাগিদ দিয়েছেন তারা।

করোনার প্রকোপ কমে এলেও সংক্রমণের ঝুঁকি এখনও রয়েছে। তাই সাধারণ মানুষকে মাস্ক ব্যবহার, হাত ধোয়া এবং ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • বিষয়াদি সম্পর্কে আরও পড়ুন:
  • করোনা

RELATED NEWS

Latest News