বিশ্বজুড়ে কোটি ভক্তের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে একসঙ্গে ফিরছে জনপ্রিয় কেপপ ব্যান্ড বিটিএস। তিন বছরের বেশি সময় পর সাত সদস্য একত্রে আনুষ্ঠানিকভাবে তাদের প্রত্যাবর্তনের ঘোষণা দিয়েছে।
১ জুলাই ওয়িভার্স প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারে বিটিএস জানিয়েছে, তারা একটি নতুন গ্রুপ অ্যালবাম ও বিশ্বভ্রমণে অংশ নিতে যাচ্ছে আগামী বসন্তে। এই ঘোষণার মধ্য দিয়ে প্রথমবারের মতো ২০২২ সালের পর একসঙ্গে হাজির হলেন জিন, আরএম, ভি, জিমিন, জে-হোপ, জাংকুক ও সুগা।
নতুন অ্যালবাম, পুরোনো অনুভূতি
বিটিএস তাদের বিবৃতিতে জানায়, “জুলাই থেকে আমরা সবাই একসঙ্গে নতুন মিউজিক তৈরির কাজ শুরু করব। যেহেতু এটি একটি গ্রুপ অ্যালবাম, তাই প্রতিটি সদস্যের ভাবনা ও সৃজনশীলতা এতে প্রতিফলিত হবে। আমরা সেই একই মানসিকতা নিয়ে এগোচ্ছি, যেটা আমাদের শুরুতে ছিল।”
এই অ্যালবামের পাশাপাশি ঘোষিত হয়েছে বিশ্বভ্রমণ কনসার্টের পরিকল্পনা। ২০২১ সালের ‘পারমিশন টু ড্যান্স অন স্টেজ’ কনসার্টের পর এটিই হবে তাদের প্রথম বিশ্বভ্রমণ, যেখানে যুক্তরাষ্ট্রের বে এরিয়ায় একটি শো অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।
সেনাবাহিনীর দায়িত্ব শেষ, মঞ্চে ফিরছে বিটিএস
দক্ষিণ কোরিয়ায় পুরুষদের জন্য বাধ্যতামূলক সামরিক সেবার নিয়ম রয়েছে, যা ১৮ থেকে ২৮ বছর বয়সীদের জন্য প্রযোজ্য এবং ১৮ থেকে ২১ মাস পর্যন্ত স্থায়ী হয়। বিটিএস সদস্যদের মধ্যে প্রথমে জিন ২০২২ সালের ডিসেম্বরে সেনাবাহিনীতে যোগ দেন এবং ২০২৪ সালের জুনে মুক্তি পান। এরপর জে-হোপ ২০২৩ সালের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত সেবা শেষ করেন।
সুগা ২০২৩ সালের সেপ্টেম্বরে সেনাবাহিনীতে যোগ দেন। আরএম, ভি, জিমিন এবং জাংকুক একসঙ্গে ২০২৩ সালের ডিসেম্বরে নাম লেখান এবং সবাই ২০২৫ সালের শুরুর আগেই ফিরে আসেন।
চার বছর পর নতুন স্টুডিও অ্যালবাম
বিটিএস-এর শেষ স্টুডিও অ্যালবাম ‘Be’ প্রকাশ পেয়েছিল ২০২০ সালে। নতুন অ্যালবামটি সেই ধারাবাহিকতা ভেঙে নতুন এক অধ্যায়ের সূচনা করবে বলে মনে করা হচ্ছে। এছাড়া ১৮ জুলাই মুক্তি পেতে যাচ্ছে ‘BTS Permission to Dance on Stage — Seoul’ নামে একটি লাইভ অ্যালবাম।
দীর্ঘ অপেক্ষার পর একত্রে ফেরা বিটিএস নতুন করে উত্তেজনা ছড়িয়েছে সারা বিশ্বের ভক্তদের মাঝে। ক্যারিয়ার ও ব্যস্ততা সামলে আবারও বিশ্বসংগীতের মঞ্চে আলো ছড়াতে প্রস্তুত তারা।