ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে আটকে পড়া ২৮ জন বাংলাদেশি নাগরিক অবশেষে নিরাপদে ঢাকায় ফিরেছেন।
গত বুধবার তেহরান থেকে শুরু করে প্রায় ৩ হাজার কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়ে তাঁরা করাচি ও দুবাই হয়ে মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এক কূটনৈতিক সূত্র জানায়, ফেরত আসা সব নাগরিক সুস্থ আছেন। তবে তিনজন চিকিৎসাসেবা নিয়েছেন এবং তাঁদের যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তেহরানের পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে এবং চলতি সপ্তাহেই বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। ফ্লাইট শুরু হলে, যারা দেশে ফিরতে চান তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।
গত মাসে ইরান-ইসরায়েল সংঘাত চলাকালে বাংলাদেশ সরকার তেহরান থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয়। ১৩ জুন আরেকদল বাংলাদেশির ফেরার কথা থাকলেও বিমান চলাচল বন্ধ থাকায় তারা আটকে পড়েন।
বর্তমানে ইরানে বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত, কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যসহ প্রায় ৪০ জন অবস্থান করছেন। এছাড়া রেডিও তেহরানে কর্মরত ৮ জন বাংলাদেশি ও তাঁদের পরিবারের সদস্যসহ সংখ্যা দাঁড়ায় ২৭ জনে।
ইরানে আরও রয়েছেন প্রায় ১০ থেকে ১২ জন বাংলাদেশি শিক্ষার্থী এবং ১০ জনের মতো পেশাজীবী।
বিভিন্ন সরকারি সূত্র অনুযায়ী, বর্তমানে ইরানজুড়ে প্রায় ৬০০ জন বাংলাদেশি বৈধভাবে বসবাস করছেন, যাদের অনেকেই গত তিন দশক ধরে সেখানে আছেন। পাশাপাশি প্রায় ৮০০ অবৈধ বাংলাদেশি বিভিন্ন খাতে কাজ করছেন। প্রায় ২০০ জন শিক্ষার্থী ইরানিজ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত এবং আরও ৩০০ থেকে ৫০০ জন মানুষ পাচারকারীদের মাধ্যমে ইরানে প্রবেশ করে তৃতীয় দেশে যাওয়ার অপেক্ষায় রয়েছেন।
সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আটকে থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানানো হয়।