দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডিতে একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
সোমবার ঘটে যাওয়া এই বিস্ফোরণে কারখানার একটি বড় অংশ ধসে পড়ে, যার নিচে অনেক শ্রমিক আটকে পড়ে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে তীব্র ধ্বংসস্তূপ ও মোচড়ানো লোহার স্তূপের চিত্র প্রকাশ করেছে রাজ্য সরকারের কার্যালয়।
মঙ্গলবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি। তার দপ্তর থেকে জানানো হয়েছে, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা বার্তাসংস্থাকে জানান, “এখন পর্যন্ত অন্তত ৩৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ এখনও চলছে।”
ভারতে শিল্প দুর্ঘটনা নতুন কিছু নয়। নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি ও নিয়মের দুর্বল প্রয়োগকেই এসব ঘটনার জন্য দায়ী করে থাকেন বিশেষজ্ঞরা।
কারখানাটির মালিক প্রতিষ্ঠান সিগাচি ইন্ডাস্ট্রিজ এক বিবৃতিতে জানিয়েছে, “এই দুর্ঘটনায় মানুষের জীবনহানির ঘটনা অত্যন্ত দুঃখজনক।” প্রতিষ্ঠানটি ফার্মাসিউটিক্যাল, খাদ্য, প্রসাধনী ও কেমিক্যাল শিল্পে কাঁচামাল সরবরাহ করে থাকে।
উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী বাহিনী ধ্বংসস্তূপ সরিয়ে জীবিত ও মৃতদের শনাক্তে কাজ চালিয়ে যাচ্ছে।