Saturday, July 5, 2025
Homeঅর্থ-বাণিজ্যট্যানারি শিল্প নগরীর সিইটিপি প্রকল্পে পিপিপি মডেল বাতিল, চট্টগ্রাম বন্দরে নতুন সিদ্ধান্ত

ট্যানারি শিল্প নগরীর সিইটিপি প্রকল্পে পিপিপি মডেল বাতিল, চট্টগ্রাম বন্দরে নতুন সিদ্ধান্ত

চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার অনুমোদন

ঢাকার বিসিক ট্যানারি শিল্প নগরীতে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধন প্ল্যান্ট (সিইটিপি) প্রকল্পে পিপিপি মডেলে বাস্তবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের ১৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

সভায় ‘Rectification and Upgradation of CETP and Establishment of SWM at BSCIC Tannery Industrial Estate, Dhaka’ প্রকল্পটি পিপিপি মডেলে বাস্তবায়ন না করার প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়।

এছাড়া সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সেখানে বলা হয়, পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট-২০০৬ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন ২০২২ অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এবং এর অতিরিক্ত ইয়ার্ড চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) নিজস্ব ব্যবস্থাপনায় ছয় মাস বা নতুন অপারেটর নিয়োগ না হওয়া পর্যন্ত পরিচালনা করা যাবে।

সভায় সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিসিক ট্যানারি শিল্প নগরীর পরিবেশগত মানোন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে সিইটিপি ও এসডব্লিউএম প্রকল্পটি নেওয়া হয়েছিল। তবে দীর্ঘসূত্রতা, অর্থায়ন জটিলতা ও কার্যকারিতা বিবেচনায় প্রকল্পটিকে পিপিপি মডেলে না করার সিদ্ধান্ত নেয়া হয়।

অপরদিকে, নিউ মুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনা নিয়ে দীর্ঘদিনের জটিলতা নিরসনে নিজস্ব ব্যবস্থাপনার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

RELATED NEWS

Latest News