প্রথমবারের মতো ফিফা ফাউন্ডেশন কমিউনিটি প্রোগ্রামে অংশগ্রহণ করলো বাংলাদেশ। এই উদ্যোগে নেতৃত্ব দিয়েছে সামাজিক সংগঠন অভিযাত্রীক ফাউন্ডেশন। “প্লেয়িং ফর পিস: এমপাওয়ারিং ড্রিমস থ্রু সকার” শিরোনামের এই নতুন প্রকল্পের সফট উদ্বোধন হয় মঙ্গলবার ঢাকায়।
ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিয়া সুলতানা এবং অভিযাত্রীক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আহমেদ ইমতিয়াজ জামী।
ফুটবল প্রশিক্ষণ, টুর্নামেন্ট এবং শিক্ষা কর্মশালার মাধ্যমে এই দুই বছরব্যাপী প্রকল্পের লক্ষ্য ঢাকা শহরের ১,০০০-এর বেশি সুবিধাবঞ্চিত শিশুকে অন্তর্ভুক্ত করা।
ফিফা ফাউন্ডেশন ইতোমধ্যে ৫৭টি দেশে সামাজিক উন্নয়নের হাতিয়ার হিসেবে ক্রীড়া কার্যক্রম পরিচালনা করছে। এবার বাংলাদেশের অন্তর্ভুক্তি এই তালিকায় একটি গর্বের সংযোজন।
প্রকল্প সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে আহমেদ ইমতিয়াজ জামী বলেন, “এটা আমাদের জন্য গর্বের বিষয় যে আমরা ফিফা ফাউন্ডেশনের অংশ হতে পেরেছি। খেলাধুলা সমাজে সম্প্রীতি গড়ে তোলে, তাই চলুন ফুটবল খেলি, শান্তির জন্য খেলি।”
জেলা প্রশাসক তানভীর আহমেদ বলেন, “একটি খেলার মাঠকে শান্তির প্ল্যাটফর্মে রূপান্তর করার এই উদ্যোগে আমি গর্বিত।”
সহকারী কমিশনার রাজিয়া সুলতানা বলেন, “আমি বিশ্বাস করি, ‘প্লেয়িং ফর পিস’ প্রকল্পটি দীর্ঘমেয়াদে সুবিধাবঞ্চিত সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।”
বাংলাদেশ প্যারা ফুটবল ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও সেক্রেটারি মো. বাদিউজ্জামান আল-আমিন বলেন, “বিভিন্ন প্রতিবন্ধী শিশুদের জন্য পেশাদার ক্রীড়া প্রশিক্ষণ প্রায় অনুপস্থিত। অভিযাত্রীকের এই উদ্যোগ প্রশংসনীয়।”
ফিফার সহায়তা ও স্থানীয় অংশীদারদের সমন্বয়ে এই প্রকল্প বাংলাদেশের ক্রীড়া ও সামাজিক অগ্রগতিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।