ডেইলি প্রতিদিনের বাণী রিপোর্ট
প্রকাশিত: ১৮ মে ২০২৫, ১৫:১৪
বিনোদন ডেস্ক
প্রযোজক হিসেবে জয়া আহসানের যাত্রা খুব বেশি দিনের নয়, তবে শুরু থেকেই তার প্রযোজিত কাজগুলো সাড়া ফেলছে। সেই ধারাবাহিকতায় গতকাল (১৬ মে) মুক্তি পেল তার নতুন সিনেমা ‘জয়া আর শারমিন’। যদিও ঢাকায় মাত্র চারটি হলে মুক্তি পেয়েছে ছবিটি, তবুও প্রথম দিনেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে জয়া আহসান ও মহসিনা আক্তার অভিনীত এই সিনেমা।
শুক্রবার সকাল ১১টায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে সাধারণ দর্শকদের সঙ্গে বসে নিজের প্রযোজিত ছবি উপভোগ করেন জয়া আহসান। তার পাশে ছিলেন সহশিল্পী মহসিনা আক্তার। প্রদর্শনী শেষে উচ্ছ্বাস প্রকাশ করে জয়া বলেন, “ছবিটি দর্শকরা যে মমতা নিয়ে গ্রহণ করছেন, তাতে আমি সত্যিই অভিভূত। এমন গল্পগুলো যে এখনো মানুষ শুনতে চায়, সেটিই সবচেয়ে বড় প্রাপ্তি।”
সিনেমাটির পরিচালনায় আছেন পিপলু আর খান। তিনি বলেন, “এটি একটি ছোট গল্প, কিন্তু গভীর আবেগে তৈরি। ছবিতে দুটি নারী চরিত্রকে ঘিরে এক সম্পর্কের উত্থান-পতন উঠে এসেছে। কোভিডের সময়, এক বাড়িতে আটকে পড়া জয়া ও শারমিন নামের দুই নারীর জীবনের টানাপোড়েন নিয়েই ছবির কাহিনি।”
জয়া ও পিপলু দুজনেই জানিয়েছেন, ছবিটি ‘ইনডিপেন্ডেন্ট’ ঘরানার হওয়ায় বড় পরিসরে হল পেতে বেগ পেতে হয়েছে। এখনো অনেক হলে ছবিটি মুক্তি পায়নি শুধুমাত্র প্রথম সপ্তাহের দর্শক প্রতিক্রিয়ার অপেক্ষায়। তবে তারা আশাবাদী, দর্শক সাড়া পেলে হলে সংখ্যা বাড়বে।
নির্মাতা বলেন, “দুই নারী নিয়ে ছবি মানেই অনেকের ধারণা এটি নির্দিষ্ট শ্রেণির জন্য। তবে আমি বলব, এটি সবার জন্য উপযোগী। জয়া ও মহসিনার অভিনয় দর্শকদের হলমুখী করার মতো।”
‘জয়া আর শারমিন’-এ আরও অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন পিপলু আর খান ও নুসরাত ইসলাম মাটি। করোনা মহামারির কঠিন সময়ে মাত্র ১৫ দিনে সীমিত টিম নিয়ে সিনেমাটি নির্মাণ করা হয়।
ছবিটি এখন ঢাকার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শপিং মল, এসকেএস টাওয়ার এবং সীমান্ত সম্ভার শাখায় দিনে আটটি করে প্রদর্শনীতে দেখানো হচ্ছে। এছাড়া কেরানীগঞ্জের লায়ন সিনেমা হলে প্রতিদিন তিনটি করে শো চলছে। সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, দর্শকের আগ্রহ বিবেচনায় শো সংখ্যা বাড়ানো হতে পারে।
নারী কেন্দ্রিক ও সম্পর্কনির্ভর গল্প নিয়ে নির্মিত ‘জয়া আর শারমিন’ এমন এক সিনেমা যা দর্শকের অনুভূতির গভীরে নাড়া দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।