Wednesday, July 2, 2025
Homeখেলাধুলাভাইরাল মেনিনজাইটিসে আক্রান্ত আয়েতানা বনমাতি এখন সুস্থ, শিগগিরই ফিরছেন দলের সঙ্গে

ভাইরাল মেনিনজাইটিসে আক্রান্ত আয়েতানা বনমাতি এখন সুস্থ, শিগগিরই ফিরছেন দলের সঙ্গে

স্পেনের এই মিডফিল্ডার শিগগিরই জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন, প্রথম ম্যাচে না খেলার সম্ভাবনা

ভাইরাল মেনিনজাইটিসে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন স্পেন নারী ফুটবল দলের তারকা মিডফিল্ডার আয়েতানা বনমাতি। রোববার স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বার্সেলোনার এই ফুটবলার ইউরো ২০২৫ শুরুর আগে জাপানের বিপক্ষে স্পেনের শেষ প্রস্তুতি ম্যাচে অংশ নিতে পারেননি। তবে চিকিৎসা শেষে হাসপাতাল ছাড়ার পর তিনি শিগগিরই জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছে ফেডারেশন।

আরএফইএফ জানায়, বনমাতি ইউরো স্কোয়াডের সঙ্গে “কয়েক দিনের মধ্যে” যুক্ত হবেন। তবে প্রথম কয়েকটি ম্যাচে তাকে দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি।

নিজের সুস্থতার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে আয়েতানা লেখেন, “এই কদিন যারা পাশে ছিলেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। সৌভাগ্যক্রমে আমি এখন ভালো আছি। খুব দ্রুত ফিরে আসার আশা রাখছি।”

ইউরো ২০২৫ আসরে গ্রুপ বি তে স্পেনের সঙ্গে রয়েছে পর্তুগাল, বেলজিয়াম ও ইতালি। গ্রুপের প্রথম ম্যাচে আগামী বৃহস্পতিবার বার্ন শহরে প্রতিবেশী পর্তুগালের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা।

উল্লেখ্য, মেনিনজাইটিস মস্তিষ্ক ও স্পাইনাল কর্ড ঘিরে থাকা সুরক্ষামূলক আবরণে সংক্রমণ ঘটায়। ভাইরাল মেনিনজাইটিস তুলনামূলকভাবে কম গুরুতর হলেও ব্যাকটেরিয়াজনিত মেনিনজাইটিস ২৪ ঘণ্টার মধ্যেই প্রাণঘাতী হতে পারে।

আয়েতানা বনমাতি এর আগে দুইবার ব্যালন ডি’অর জিতে বিশ্ব ফুটবলে নিজের জায়গা পোক্ত করেছেন। তার অনুপস্থিতিতে স্পেন দল কিছুটা চাপে থাকলেও, কোচিং স্টাফ আশা করছেন শিগগিরই তিনি পুরোদমে মাঠে ফিরবেন।

RELATED NEWS

Latest News