Thursday, October 16, 2025
Homeখেলাধুলামেসির ইন্টার মায়ামির মুখোমুখি পিএসজি, অতীত ব্যর্থতা নিয়ে আবারো আলোচনায় ফরাসি ক্লাব

মেসির ইন্টার মায়ামির মুখোমুখি পিএসজি, অতীত ব্যর্থতা নিয়ে আবারো আলোচনায় ফরাসি ক্লাব

চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর ক্লাব বিশ্বকাপে পিএসজির বড় চ্যালেঞ্জ মেসির দল, পুরনো স্মৃতি যেন ভুলতে পারছে না প্যারিস

চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর ক্লাব বিশ্বকাপে মাঠে নামতে চলেছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। কিন্তু রোববারের শেষ ষোলো ম্যাচে প্রতিপক্ষ লিওনেল মেসির ইন্টার মায়ামি হওয়ায় ফের আলোচনায় উঠে এসেছে ফরাসি ক্লাবটির অতীতের ব্যর্থতা।

গত মে মাসে মিউনিখে ইন্টার মিলানকে ৫–০ ব্যবধানে উড়িয়ে দিয়ে ইউরোপ সেরা হয় পিএসজি। লুইস এনরিকের অধীনে এই সাফল্য আসে ক্লাবের স্টার সাইনিং-নির্ভর নীতি থেকে সরে এসে তরুণ ও ক্ষুধার্ত খেলোয়াড়দের নিয়ে দল গড়ার পর।

২০২৩ সালে নেইমার ও মেসির বিদায়ের পর কিলিয়ান এমবাপ্পেও চলে যান রিয়াল মাদ্রিদে। সেই একই গ্রীষ্মে দায়িত্ব নেন এনরিকে। তার অধীনে গড়া দল প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি ঘরে তোলে।

তবে, ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে মেসির মায়ামির মুখোমুখি হওয়া মানে পিএসজির জন্য পুরনো ক্ষত জেগে ওঠা। ২০২১ সালে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন মেসি। সে সময় তার আশা ছিল আরও একটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের, কিন্তু বাস্তবে তা হয়নি। দুই মৌসুমেই তারা বিদায় নেয় শেষ ষোলোতে।

মেসিকে নিয়ে দল গঠনের পরও পিএসজি আরও পিছিয়ে যায় বলে মনে করেন অনেকেই। তার বাৎসরিক ৩০ মিলিয়ন ইউরোর বেতন, সঙ্গে নেইমার ও এমবাপ্পের ভারে ভারসাম্য হারায় দলটি।

ফরাসি সংবাদমাধ্যম লেকিপ এক প্রতিবেদনে লিখেছিল, “পিএসজি মেসির কারণে আগের চেয়ে ভালো হয়নি… এমনকি তাকে দেখে মনে হতো, লিগ ওয়ানে খেলতে তার ইচ্ছা নেই।” যদিও দুই বছরে ৭৫ ম্যাচে ৩২ গোল ও ৩৫ অ্যাসিস্ট ছিল তার নামের পাশে।

এখন মেসি খেলছেন মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে। গত সপ্তাহে পোর্তোর বিপক্ষে দুর্দান্ত ফ্রি-কিক দিয়ে জয় এনে দেন তিনি। সেই একই স্টেডিয়ামে এবার মুখোমুখি হচ্ছেন তার সাবেক ক্লাবের সঙ্গে।

ফরাসি পত্রিকাটি লিখেছে, “সবকিছু মাফ হয়নি।” মেসির সময়কাল নিয়ে ক্লাবের কিছু ভক্তের মাঝে এখনও ‘ব্যর্থতা ও তিক্ততার’ ছাপ রয়ে গেছে।

মায়ামির কোচ হাভিয়ের মাশচেরানো বলেছেন, “যদি মেসি রাগান্বিত থাকে, তাহলে সেটাই আমাদের জন্য ভালো। কারণ, তিনি এমন একজন খেলোয়াড় যিনি মানসিক চাপ থাকলে আরও ভালো খেলেন।”

পিএসজি কোচ এনরিকের সামনে এবার লক্ষ্য ক্লাব বিশ্বকাপ জিতে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া। কিন্তু মেসির নেতৃত্বাধীন দল যদি পিএসজিকে হারিয়ে দেয়, তাহলে ইউরোপ জয় করেও সেই তিক্ততা যেন থেকেই যাবে ফরাসি ক্লাবটির ভক্তদের মনে।

RELATED NEWS

Latest News