Friday, August 1, 2025
Homeআন্তর্জাতিকটোকিওতে বাংলাদেশ-জাপান এফওসি বৈঠক, আলোচনায় ভারত-চীন প্রসঙ্গ

টোকিওতে বাংলাদেশ-জাপান এফওসি বৈঠক, আলোচনায় ভারত-চীন প্রসঙ্গ

ডেইলি প্রতিদিনের বাণী রিপোর্ট
প্রকাশিত: ১৫ মে ২০২৫, ১৩:৩৮
আন্তর্জাতিক ডেস্ক

জাপানের রাজধানী টোকিওতে বৃহস্পতিবার (১৫ মে) বাংলাদেশ ও জাপানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ‘ফরেন অফিস কনসালটেশন (এফওসি)’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আলোচনায় ভারত ও চীনের সঙ্গে ঢাকার বর্তমান কূটনৈতিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

বৈঠকটি দুই ভাগে বিভক্ত থাকবে। প্রথম ভাগে থাকবে দ্বিপক্ষীয় সম্পর্ক, ইন্দো-প্যাসিফিক সহযোগিতা, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময়। দ্বিতীয় ভাগে দক্ষিণ ও পূর্ব এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপট ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে আলোচনা হবে।

ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে, টোকিও ভারত-বাংলাদেশ সম্পর্কের বিষয়ে সরাসরি জানতে চাইলেও, ঢাকার অবস্থান হবে ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়’।

চীনকে ঘিরে ঢাকা কতটা কৌশলগতভাবে এগোচ্ছে— সেই ধারণা পেতে জাপান জানতে চাইতে পারে তিস্তা প্রকল্প, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর এবং বে অব বেঙ্গলে চীনের ভূমিকার বিষয়ে।

সরকারি কর্মকর্তারা বলছেন, জাপানের আগ্রহ থাকলেও বাংলাদেশ তার পররাষ্ট্রনীতিতে ভারসাম্য বজায় রাখতে চায়।

বৈঠকে বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. মো. নজরুল ইসলাম এবং জাপানের পক্ষে থাকবেন সিনিয়র ডেপুটি ফরেন মিনিস্টার আকাহোরি তাকেশি।

জানা গেছে, এই বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন জাপান সফর নিয়েও আলোচনা হবে। সফরটি দুই দেশের রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ বলে মনে করছে উভয় দেশ।

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিইচি সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন, “প্রধান উপদেষ্টার সফরের মাধ্যমে আমাদের কৌশলগত অংশীদারত্ব আরও দৃঢ় হবে।”

উল্লেখ্য, ২০২৪ সালের জুনে ঢাকায় সর্বশেষ এফওসি অনুষ্ঠিত হয়েছিল। এবারের বৈঠকটি হবে ষষ্ঠতম পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনাসভা।

RELATED NEWS

Latest News