Wednesday, July 30, 2025
Homeজাতীয়আব্দুল্লাহ হিল রাকিবকে বিদায়, গার্মেন্টস শিল্পে তার স্বপ্ন বাস্তবায়নের প্রতিশ্রুতি

আব্দুল্লাহ হিল রাকিবকে বিদায়, গার্মেন্টস শিল্পে তার স্বপ্ন বাস্তবায়নের প্রতিশ্রুতি

বিজিএমইএ কার্যালয়ে জানাজা, সহকর্মীদের কণ্ঠে রাকিবের স্বপ্ন ও কর্মযজ্ঞের স্মৃতিচারণ

বাংলাদেশের তৈরি পোশাক খাতের অন্যতম সংগঠক এবং বিজিএমইএর সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ হিল রাকিবকে শেষ বিদায় জানালেন সহকর্মীরা। শনিবার ঢাকার উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা। সেখানে পোশাক খাতের নেতারা উপস্থিত হয়ে আবেগঘন পরিবেশে তার কর্মজীবন ও স্বপ্নের কথা স্মরণ করেন।

গত ৮ জুন কানাডার অন্টারিওতে স্টারজিয়ন লেকে ক্যানু উল্টে তার মৃত্যু হয়। তার সঙ্গে ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট সাইফুজ্জামান, যিনিও একই দুর্ঘটনায় প্রাণ হারান।

রাকিবের মরদেহ ১৩ জুন রাতে বিমানযোগে ঢাকায় পৌঁছায়। পরদিন সকালে (১৪ জুন) বিজিএমইএ কার্যালয়ে জানাজা অনুষ্ঠিত হয়। ভিড়ের কারণে দ্বিতীয় জানাজাও আয়োজন করা হয়।

বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান বলেন, “আব্দুল্লাহ হিল রাকিবের সঙ্গে বহু বছর কাজ করার সুযোগ হয়েছে। তিনি পরিবার, বন্ধুবান্ধব, ব্যবসা এবং সংগঠন—সবকিছুই সমান গুরুত্ব দিয়ে দেখতেন। প্রতিটি সংকটে তিনি সামনে এসে দাঁড়াতেন।”

সাবেক সভাপতি এস এম ফজলুল হক বলেন, “রাকিব ছিলেন স্বপ্নদ্রষ্টা। একটি ঝড় তার সেই দীপ্তিকে নিভিয়ে দিয়েছে। আমরা সবাই তার জন্য দোয়া করি।”

বিজিএমইএর প্রশাসক মো. আনোয়ার হোসেন বলেন, “তিনি ছিলেন জাতীয় পর্যায়ের একজন সফল উদ্যোক্তা। তার নেতৃত্বে তৈরি পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে পৌঁছানোর যে স্বপ্ন ছিল, তা আমাদের সবার প্রেরণা হয়ে থাকবে।”

নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান বাবু সকলের কাছে রাকিবের আত্মার মাগফিরাত কামনা করেন এবং সবাইকে তার স্বপ্ন বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

সম্মিলিত পরিষদের নেতা ও চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম বলেন, “রাকিব ভাই আমাদের জন্য একটি অনুপ্রেরণার নাম। তিনি চেয়েছিলেন বাংলাদেশ ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি অর্জন করুক। আমরা তার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।”

রাকিবের কন্যা লামিয়া তাবাসসুম বলেন, “আমার বাবা স্বপ্ন দেখতেন এবং আমাদেরও স্বপ্ন দেখতে উৎসাহিত করতেন। তিনি অনেক দায়িত্ব রেখে গেছেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যাতে আমরা সম্মানের সঙ্গে তার রেখে যাওয়া কাজ সম্পন্ন করতে পারি।”

টিম গ্রুপের ওয়েবসাইট অনুযায়ী, ২০০৯ সালে প্রতিষ্ঠিত এই গ্রুপ বর্তমানে দেশের অন্যতম বৃহৎ গার্মেন্টস ও টেক্সটাইল প্রতিষ্ঠান। ছয়টি কারখানার মাধ্যমে তারা তৈরি পোশাক খাতে নেতৃত্ব দিয়ে আসছিল, যার মধ্যে রয়েছে Brothers Fashion Limited, 4A Yarn Dyeing, Gramtech, South End Sweaters, Mars Stitch এবং CBM Limited।

এছাড়াও আব্দুল্লাহ হিল রাকিব ওষুধ শিল্প, তথ্যপ্রযুক্তি, রিয়েল এস্টেট ও খুচরা ব্যবসায়ও বিস্তৃত পরিসরে বিনিয়োগ করেছিলেন।

গার্মেন্টস খাতের এই শ্রদ্ধেয় নেতার মৃত্যু শুধু একটি প্রাণের শেষ নয়, বরং একটি চলমান দৃষ্টিভঙ্গি ও দূরদর্শী নেতৃত্বের শূন্যতাও তৈরি করল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

RELATED NEWS

Latest News