Wednesday, July 2, 2025
Homeআন্তর্জাতিকট্রাম্পের সমালোচনায় অনুশোচনা প্রকাশ করলেন ইলন মাস্ক

ট্রাম্পের সমালোচনায় অনুশোচনা প্রকাশ করলেন ইলন মাস্ক

সম্প্রতি প্রকাশিত পোস্টগুলোর জন্য দুঃখ প্রকাশ করলেন বিশ্বের শীর্ষ ধনী এই উদ্যোক্তা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সাম্প্রতিক কিছু সমালোচনামূলক মন্তব্যের জন্য অনুশোচনা প্রকাশ করেছেন বিশ্বের শীর্ষ ধনী ও টেসলা এবং স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ মাস্ক লিখেছেন, “গত সপ্তাহে প্রেসিডেন্ট @realDonaldTrump সম্পর্কে করা আমার কিছু পোস্টের জন্য আমি অনুশোচনা করছি। পোস্টগুলো সীমা ছাড়িয়ে গিয়েছিল।”

মাস্কের এই মন্তব্য ইতিবাচকভাবে নিয়েছে হোয়াইট হাউস। প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, “প্রেসিডেন্ট মাস্কের বক্তব্যটি স্বীকার করেছেন এবং এতে তিনি সন্তুষ্ট।”

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের আলোচিত ব্যয় বিল নিয়ে ট্রাম্প ও মাস্কের মধ্যে প্রকাশ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। ট্রাম্পের তথাকথিত “বড়, সুন্দর” ব্যয় বিল নিয়ে মাস্ক একে “জঘন্য” বলে মন্তব্য করেন। এরপরই উভয়ের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।

ট্রাম্পের সমর্থকরা দাবি জানিয়েছিলেন, যেসব রিপাবলিকান আইনপ্রণেতা এই বিলের পক্ষে ভোট দেবেন, তাদের বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে অর্থায়নে সহযোগিতা করুন মাস্ক। এর উত্তরে ট্রাম্প সতর্ক করেন যে, এমনটি করলে মাস্ককে “গুরুতর পরিণতি” ভোগ করতে হবে।

এ নিয়ে এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি মাস্কের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের কোনো ইচ্ছা প্রকাশ করছেন না এবং তাঁর সঙ্গে যোগাযোগেরও কোনো পরিকল্পনা নেই।

তবে মাস্কের অনুশোচনামূলক বক্তব্যের পরে প্রেস সচিব জানান, মাস্কের ওপর ট্রাম্পের হুমকির বিষয়ে কোনো উদ্যোগ নেয়া হয়নি।

নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, সোমবার গভীর রাতে মাস্ক ট্রাম্পকে ফোন করেন। সেই আলোচনার ফলেই তিনি অনুশোচনার বার্তা দেন।

এছাড়া ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ট্রাম্পের চিফ অব স্টাফ সুসান উইলস মাস্ক ও ট্রাম্পের মধ্যে সমঝোতা আনার চেষ্টা করছিলেন।

তবে মাস্ক তাঁর কোন কোন সমালোচনামূলক মন্তব্য “সীমা ছাড়িয়ে গিয়েছিল” তা স্পষ্ট করেননি।

উল্লেখ্য, দুই সপ্তাহ আগে ট্রাম্পের ‘সরকারি দক্ষতা বিভাগ’ (ডিওজিই) থেকে মাস্কের বিদায়ের সময় উভয়ের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ছিল। তবে বাজেট বিল নিয়ে নতুন করে দ্বন্দ্ব শুরু হয়।

এ সময় ট্রাম্প মাস্কের কোম্পানিগুলোর ওপর নির্ভরশীল সরকারি চুক্তি বাতিলের হুমকিও দেন। মার্কিন গণমাধ্যম জানায়, এসব চুক্তির আর্থিক মূল্য প্রায় ১৮ বিলিয়ন ডলার।

তবে সাম্প্রতিক কিছু ইতিবাচক বার্তার মাধ্যমে উভয় পক্ষ কিছুটা নমনীয় অবস্থান নিচ্ছে। ট্রাম্প বলেন, “আমি তাঁকে শুভকামনা জানাই।” মাস্কও জবাবে লিখেছেন, “আমিও তাই।”

এর আগে ট্রাম্পের সঙ্গে যুক্ত বিতর্কিত ব্যবসায়ী জেফ্রি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে করা মাস্কের একটি অভিযোগমূলক পোস্ট তিনি মুছে দেন।

এই ঘটনা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

RELATED NEWS

Latest News