Wednesday, July 2, 2025
Homeখেলাধুলাভারতে একা পড়ে গেলেন রানী হামিদ, ভিসা জটিলতায় আরেক দাবাড়ু দেশে ফেরত

ভারতে একা পড়ে গেলেন রানী হামিদ, ভিসা জটিলতায় আরেক দাবাড়ু দেশে ফেরত

ভারতের টুর্নামেন্টে গিয়ে ভিসা জটিলতায় দেশে ফেরানো হলো বাংলাদেশের দাবাড়ু আছিয়া সুলতানাকে

ভারতের দিল্লিতে আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে অংশ নিতে গিয়ে একা পড়ে গেলেন বাংলাদেশের ৮০ বছর বয়সী খ্যাতিমান দাবাড়ু সায়েদা জাসিমুন্নেসা খাতুন, যিনি রানী হামিদ নামেই পরিচিত।

দিল্লিতে চলমান ২১তম দিল্লি ইন্টারন্যাশনাল ওপেন গ্র্যান্ডমাস্টার্স দাবা টুর্নামেন্টে (৭-১৪ জুন) অংশ নিতে চলতি মাসের শুরুতে ভারতে পৌঁছান রানী হামিদ। তবে তার সফরসঙ্গী ৩৭ বছর বয়সী দাবাড়ু আছিয়া সুলতানাকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের অনুমতি দেয়নি ভারতীয় কর্তৃপক্ষ।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, আগের এক সফরে চিকিৎসা ভিসা নিয়ে ভারতে এসে কলকাতায় এক দাবা টুর্নামেন্টে অংশ নেয়ায় আছিয়া সুলতানার নাম ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) কালো তালিকায় ছিল। ফলে তাকে বিমানবন্দরের ইমিগ্রেশন সেন্টারে রাতভর আটকে রাখা হয় এবং লাগেজেও প্রবেশ করতে দেয়া হয়নি। পরদিন তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

এই ঘটনার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছেন রানী হামিদ। তিনি বলেন, “আমি খুবই দুঃখিত। যে আমার সঙ্গে এসেছিল, তাকে প্রবেশ করতে দেয়া হয়নি। রাতভর তাকে বসিয়ে রাখা হয়েছিল। পরদিন দ্বিগুণ মূল্যে টিকিট কেটে তাকে ফিরে আসতে হয়েছে।”

তিনি আরও জানান, “এখন মন খারাপ হয়ে গেছে, খেলায় মন বসাতে পারছি না। আমি কখনও একা সফর করি না। সবসময় কেউ না কেউ সঙ্গে থাকে। এবারও আছিয়া ছিল, এখন একাই থাকতে হচ্ছে।”

টুর্নামেন্টে রানী হামিদ ছয় রাউন্ডের মধ্যে এখন পর্যন্ত এক জয় ও এক ড্র করেছেন, দুটিই কম রেটিংপ্রাপ্ত খেলোয়াড়দের বিরুদ্ধে।

বাংলাদেশের প্রথম নারী আন্তর্জাতিক মাস্টার (ডব্লিউআইএম) রানী হামিদ আরও বলেন, “তার পাসপোর্ট সঠিক ছিল, সব কাগজপত্র ঠিক ছিল। কিন্তু বলা হয়েছে, আগের টুর্নামেন্টে খেলায় তার নাম কালো তালিকায় পড়েছে। অথচ সে জানতই না এটি কোনো নিয়মভঙ্গ। আগেভাগে জানালে সে অবশ্যই আসত না। ভারতের উচিত ছিল বাংলাদেশ দাবা ফেডারেশনকে বিষয়টি জানানো।”

রানী হামিদ আরও বলেন, “আমি অনুরোধ করেছি, যদি মনে করেন সে ভুল করেছে, তাহলে ১০০ বা ২০০ ডলার জরিমানা করেন। কিন্তু অন্তত ৭ দিন থাকতে দেন, খেলতে দেন। সে কোনো অপরাধ করেনি। তার অপরাধ শুধু দাবা খেলা।”

তবে তিনি দিল্লি চেস অ্যাসোসিয়েশনের আতিথেয়তার প্রশংসা করেছেন।

দিল্লি চেস অ্যাসোসিয়েশনের সভাপতি ভারত সিং চৌহান বলেন, “বড় ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করলে এ ধরনের সমস্যাও হয়। এফআরআরও তাকে কালো তালিকাভুক্ত করেছিল। সম্ভবত চিকিৎসার জন্য এসে টুর্নামেন্টে খেলে নিয়ম ভেঙেছিলেন।”

বর্তমানে দিল্লির ছত্রপুরের টিভোলি রিসোর্টে আয়োজিত টুর্নামেন্টে অংশ নিচ্ছেন রানী হামিদ। খেলাঘরের পাশে থাকার সুযোগ পাওয়ায় কিছুটা স্বস্তিতে আছেন তিনি।

তিনি বলেন, “এখানে পরিবেশ আরামদায়ক। তাই খেলতে পারছি। আয়োজকদের আন্তরিক আমন্ত্রণ ও সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞ।”

RELATED NEWS

Latest News