Friday, September 26, 2025
Homeজাতীয়বাংলাদেশ কৃষিতে চীনের ড্রোন প্রযুক্তি চেয়েছে, চীনের সহযোগিতার আশ্বাস

বাংলাদেশ কৃষিতে চীনের ড্রোন প্রযুক্তি চেয়েছে, চীনের সহযোগিতার আশ্বাস

ডেপ্রবা ডেস্ক: কৃষি খাতে আধুনিক প্রযুক্তি আনতে বাংলাদেশ এবার চীনের সহায়তা চেয়েছে। বিশেষ করে ড্রোন প্রযুক্তির ব্যবহারের প্রস্তাব দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা।

আজ ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও-এর সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা এস কে বশির উদ্দিন।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, উপদেষ্টা বলেন, “ড্রোন প্রযুক্তি সার প্রয়োগ, বীজ রোপণ, কীটনাশক স্প্রে এবং ফসলের অবস্থা পর্যবেক্ষণে ব্যবহার করা যেতে পারে।”

বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিগুলো ভবিষ্যতের কৃষি সহযোগিতার ভিত্তি তৈরি করবে। যদিও এখনো নির্দিষ্ট প্রকল্পের ঘোষণা আসেনি।

চীনের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

মন্ত্রী ওয়াং জানিয়েছেন, বাংলাদেশকে এই প্রযুক্তি গ্রহণে তার দেশ প্রস্তুত সহায়তা করতে। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, চীন এই প্রযুক্তির ব্যবহার নিয়ে সহযোগিতার আগ্রহ দেখিয়েছে।

বাংলাদেশে এখনো কৃষি খাত অনেকাংশে প্রথাগত উপায়ে চলে। কিন্তু জলবায়ু পরিবর্তন, শ্রম ঘাটতি এবং উৎপাদন ব্যয় বৃদ্ধি এসব চ্যালেঞ্জের মুখে আধুনিক প্রযুক্তির প্রয়োজনীয়তা দিনে দিনে স্পষ্ট হচ্ছে।

চীন তার অভ্যন্তরীণ কৃষিতে ইতিমধ্যে ড্রোন ব্যবহার করে বড় সাফল্য পেয়েছে। তারা ধান, চা এবং মাছ চাষে ড্রোন প্রযুক্তি নিয়মিত ব্যবহার করছে।

বাংলাদেশ সেই অভিজ্ঞতা থেকে শিখতে চাইছে। কিছুটা হলেও দেশের কৃষি খাতে পরিবর্তন আনার আশায় রয়েছে সংশ্লিষ্টরা।

তবুও প্রশ্ন থেকেই যায়।

বাংলাদেশের বেশিরভাগ কৃষক এখনো ডিজিটাল প্রযুক্তির সঙ্গে পরিচিত নন। এমন বাস্তবতায় ড্রোন প্রযুক্তি কীভাবে মাঠ পর্যায়ে কার্যকর হবে? এটি কি শুধু সরকারের ব্যবহারে সীমাবদ্ধ থাকবে, না কি ভবিষ্যতে গ্রামীণ কৃষকের হাতেও পৌঁছাবে?

এই প্রশ্নগুলোর উত্তর এখনো অনিশ্চিত।

তবে আজকের বৈঠক থেকে এটা পরিষ্কার, দুই দেশই এই বিষয়ে এগোতে চায়।

বাংলাদেশ অনুরোধ করেছে। চীন আগ্রহ দেখিয়েছে।

আর এতদিন প্রযুক্তির ছায়া থেকে দূরে থাকা কৃষি খাত এবার আলোয় আসছে।

RELATED NEWS

Latest News