নিজস্ব প্রতিবেদক, ঢাকা ২৮ জানুয়ারি ২০২৬
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) টহল ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৬৩টি যানবাহন কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ৩টি জিপ, ১০০টি টহল পিকআপ ভ্যান এবং ৬০টি শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাস কেনা হবে।
মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এই প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সাংবাদিকদের জানান, ‘র্যাব ফোর্সেসের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় উন্মুক্ত দরপত্রের পরিবর্তে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব যানবাহন সংগ্রহের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
গাড়ী কেনার যৌক্তিকতা ব্যাখ্যা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, সরকারি অর্থ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের মধ্যেই রাখার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রগতি ইন্ডাস্ট্রিজ দেশের প্রথম এবং সম্পূর্ণ সরকারি মালিকানাধীন অটোমোবাইল অ্যাসেম্বলিং প্রতিষ্ঠান। সে কারণেই সেখান থেকে গাড়ি কেনার সিদ্ধান্ত হয়েছে।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই কেনাকাটা কি না, এমন প্রশ্নের জবাবে সচিব স্পষ্ট করেন যে, এটি নির্বাচনকেন্দ্রিক কোনো সিদ্ধান্ত নয়। তিনি বলেন, আজ কেবল নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। গাড়িগুলো ধাপে ধাপে আসবে এবং প্রগতি ইন্ডাস্ট্রিজ জাপান থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানির পর এগুলো সরবরাহ করবে।
উল্লেখ্য, ২০১৮ সালে একনেক সভায় অনুমোদিত এই প্রকল্পটির মেয়াদ ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত। জরুরি রাষ্ট্রীয় প্রয়োজনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে সরকারি ক্রয় আইন ২০০৬ এর ৬৮ ধারা অনুযায়ী এই সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করা হচ্ছে।
বিমানবন্দর রেলওয়ে স্টেশনের মাল্টিমোডাল হাব প্রকল্প বাতিল একই সভায় ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ‘মাল্টিমোডাল হাব নির্মাণ’ প্রকল্পটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) তালিকা থেকে প্রত্যাহারের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, প্রকল্পের জন্য চিহ্নিত জমি পর্যাপ্ত নয় এবং দীর্ঘদিনেও কোনো উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যান্য সিদ্ধান্ত বৈঠকে আলু চাষে ক্ষতিগ্রস্ত কৃষকদের ভর্তুকি দেওয়ার একটি প্রস্তাব পুনরায় যাচাইয়ের জন্য ফেরত পাঠানো হয়েছে যাতে প্রকৃত কৃষকরা এই সুবিধা পান। এ ছাড়া ভোলা থেকে নদীপথে এলএনজি পরিবহনের মাধ্যমে তিতাস গ্যাসের আওতাভুক্ত শিল্প কারখানায় গ্যাস সরবরাহের একটি প্রস্তাব সভা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
