Tuesday, January 27, 2026
Homeখেলাধুলাক্রিকেটএনসিএলে খুলনার দাপট: সৌম্যর ১৮৬, প্রথম দিনে ৩২৮/৬

এনসিএলে খুলনার দাপট: সৌম্যর ১৮৬, প্রথম দিনে ৩২৮/৬

টস জিতে ব্যাটিং নিয়ে সৌম্য-কালামের জুটিতে শক্ত ভিত, ময়মনসিংহের শুভাগত ৩ উইকেট

২৭তম জাতীয় ক্রিকেট লিগ (চার দিন) ২০২৫-২৬-এর পঞ্চম রাউন্ডে খুলনা বিভাগ ময়মনসিংহ বিভাগের বিপক্ষে প্রথম দিনেই নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেওয়া খুলনা প্রথম দিন শেষে ৮১ ওভারে ৬ উইকেটে ৩২৮ রানের বিশাল সংগ্রহ গড়েছে।

দিনের নায়ক সৌম্য সরকার। ২২২ বলে ১৮৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করান তিনি। শুরুতে ২৭/১ হওয়ার পর কালাম সিদ্দিকী আলিনের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়েন সৌম্য। ১৩৩ বলে ৭৭ রান করা কালামের সংযত ইনিংস দলকে সচল রাখে।

দিনের শেষ দিকে কয়েকটি উইকেট পড়লেও খুলনা এখনো বড় প্রথম ইনিংস স্কোরের পথে। ময়মনসিংহের পক্ষে সবচেয়ে সফল বোলার শুভাগত হোম চৌধুরী, ৩ উইকেট নিয়েছেন। তবে দ্বিতীয় দিনে খুলনার লয়কে থামাতে ময়মনসিংহকে দ্রুত সাফল্য পেতে হবে।

RELATED NEWS

Latest News