Tuesday, January 27, 2026
Homeখেলাধুলাক্রিকেটদ্বিতীয় অ্যাশেজ টেস্টে খেলতে ‘হাফ চান্স’ প্যাট কামিন্স

দ্বিতীয় অ্যাশেজ টেস্টে খেলতে ‘হাফ চান্স’ প্যাট কামিন্স

পিঠের চোট কাটিয়ে ফিরতে আশাবাদী প্যাট কামিন্স

অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, পিঠের চোটের কারণে প্রথম অ্যাশেজ টেস্ট মিস করলেও ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে তার খেলার সম্ভাবনা রয়েছে। তিনি নিজেই বলেছেন, তিনি অন্তত ‘হাফ চান্স’।

কামিন্সের অনুপস্থিতিতে প্রথম টেস্টে অধিনায়কত্ব করেন স্টিভ স্মিথ এবং দলে তার জায়গায় খেলেন স্কট বোল্যান্ড। তবে ৪ ডিসেম্বর গাব্বায় শুরু হতে যাওয়া ডে-নাইট টেস্টে আবারও নেতৃত্ব ও পেস আক্রমণের দায়িত্ব নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

ফক্স স্পোর্টসে ধারাভাষ্য দিতে গিয়ে কামিন্স বলেন, “পিঠ এখন বেশ ভালো লাগছে। পার্থে কয়েকটা ভালো সেশন হয়েছে। একদিন ১০ ওভার মতো বোলিং, তারপর আরেকদিন হালকা কাজ—এভাবে এগোচ্ছি।
সবকিছু ঠিকঠাকই চলছে। আর কয়েকটা বোলিং সেশন নিলেই বুঝতে পারব। যতটা খারাপ ভাবা হয়েছিল, তার চেয়ে এখন অবস্থাটা ভালো।”

অস্ট্রেলিয়া শিবিরে আরও এক দুশ্চিন্তার নাম উসমান খাজা। পার্থ টেস্টে কোনো ইনিংসেই ওপেনিংয়ে নামতে পারেননি তিনি। ফিল্ডিংয়ের সময় ব্যাক ইনজুরি বেড়ে যাওয়ায় দ্বিতীয় টেস্টে তার খেলা শঙ্কায়।

কামিন্স বলেন, “দুঃখজনকভাবে উজি ভালোভাবে নড়াচড়া করতে পারছে না। স্লিপে বল ধরতে গিয়ে তার পিঠ আবার ধরেছে। সে ওপেন করতে পারেনি।”

RELATED NEWS

Latest News