Wednesday, January 28, 2026
Homeঅর্থ-বাণিজ্যসৌদি আরবে এলডিসি মন্ত্রী সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দল, নেতৃত্ব দিলেন শিল্প উপদেষ্টা...

সৌদি আরবে এলডিসি মন্ত্রী সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দল, নেতৃত্ব দিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান

“তিন শূন্য” লক্ষ্য ও স্মার্ট ম্যানুফ্যাকচারিংয়ের অগ্রগতি তুলে ধরলেন উপদেষ্টা, এসএমইকে শিল্পায়নের মূল চালিকাশক্তি বলে জোর

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের নেতৃত্বে চার সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) ১১তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিয়েছে। ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইউনিডো) আয়োজিত এই সম্মেলনের থিম ছিল “এলডিসিতে অন্তর্ভুক্তিমূলক শিল্পায়ন: বিনিয়োগ, উদ্ভাবন ও অংশীদারিত্ব”।

সম্মেলনে এলডিসি দেশগুলোর মন্ত্রী, রাষ্ট্রদূত, স্থায়ী প্রতিনিধি ও বেসরকারি খাতের অংশীজনরা উন্নয়নের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। দুটি উচ্চপর্যায়ের প্যানেলে টেকসই শিল্প বৃদ্ধির জন্য বিনিয়োগ সংগ্রহ এবং এলডিসি থেকে অপরিবর্তনীয় গ্র্যাজুয়েশনের জন্য রূপান্তরকারী নীতি প্রণয়নের ওপর জোর দেওয়া হয়।

“এলডিসির শিল্পায়ন এজেন্ডা গঠন: বিনিয়োগ, উদ্ভাবন ও অংশীদারিত্ব” শীর্ষক উচ্চপর্যায়ের সেশনে প্যানেলিস্ট হিসেবে অংশ নিয়ে আদিলুর রহমান খান বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনের অগ্রগতি তুলে ধরেন। তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত “তিন শূন্য”—শূন্য কার্বন নিঃসরণ, শূন্য বেকারত্ব ও শূন্য দারিদ্র্য—লক্ষ্যের কথা উল্লেখ করেন।

উপদেষ্টা জাতীয় শিল্প নীতি ২০২২-এর আওতায় স্মার্ট ম্যানুফ্যাকচারিং ও গভীর মূল্য শৃঙ্খলে একীভূতকরণের দিকে বাংলাদেশের যাত্রার কথা তুলে ধরেন। তিনি বলেন, বিনিয়োগ, উদ্ভাবন ও অংশীদারিত্বই এলডিসিতে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শিল্পায়নের মূল চালিকাশক্তি। এসএমইকে শিল্প বৃদ্ধি ও দীর্ঘমেয়াদি উন্নয়ন কৌশলের অপরিহার্য অংশ হিসেবে গুরুত্ব দেন।

প্যানেল ছাড়াও আদিলুর রহমান খান মন্ত্রী ঘোষণাপত্র নিয়ে অনানুষ্ঠানিক সেশনের সহ-সভাপতি ও মডারেটরের দায়িত্ব পালন করেন। সম্মেলনের মূল ফলাফল এই ঘোষণাপত্র ২৩-২৭ নভেম্বর রিয়াদে ইউনিডোর ২১তম সাধারণ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে গৃহীত হবে।

সম্মেলন বাংলাদেশকে এলডিসি সহযোগী দেশ, উন্নয়ন সহযোগী ও উন্নত দেশগুলোর সঙ্গে সম্পৃক্ততা জোরদার এবং টেকসই শিল্পায়ন নিয়ে বিশ্ব আলোচনায় অর্থবহ অবদান রাখার সুযোগ করে দিয়েছে।

প্রতিনিধি দলে ভিয়েনায় ইউনিডোতে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি তৌফিক হাসানও ছিলেন।

RELATED NEWS

Latest News