বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ড. শফিকুর রহমান বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন বাংলাদেশে নতুন ইতিহাস তৈরি করতে পারে। তবে পূর্ববর্তী নির্বাচনের মতো ভোট কারচুপি বা কেন্দ্র দখলের চেষ্টা করা হলে তা দৃঢ় প্রতিক্রিয়ার মুখে পড়বে। শনিবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এক জেলায় নেসারাবাদ মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত মুশলিহীন জাতীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
জামায়াতপ্রধান বলেন, কোনো ধরণের হুমকি বা শক্তি প্রদর্শনে তারা ভয় পাবেন না এবং সব ধরনের নির্যাতন, ফ্যাসিবাদ ও বিভাজনমূলক রাজনীতির বিরুদ্ধে তাঁদের সংগ্রাম অব্যাহত থাকবে। তিনি সবার প্রতি আহ্বান জানান, ইসলামি চেতনায় বিশ্বাসী রাজনৈতিক শক্তিগুলো আস্থা ও ন্যায়ের পক্ষে একসঙ্গে দাঁড়াতে হবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, আগামী নির্বাচনে ইসলামি রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হলে এবং যৌথভাবে ভোট বাক্স সুরক্ষা দিতে পারলে জাতীয় ইতিহাসে নতুন অধ্যায় লেখা সম্ভব।
সমাবেশে খেলাফত মজলিশের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ, ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি’র মহাসচিব আখতার হোসেন, এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে ইসলামি দলগুলোর ঐক্য কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সহায়ক হতে পারে এবং ইসলামি বিশ্বাসে আস্থাশীল জনগণ দেশের ভবিষ্যৎ দিকনির্দেশায় ভূমিকা রাখবেন।
সমাবেশটি নেসারাবাদ দারবার শরিফের বাৎসরিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের প্রতিনিধি পর্বের অংশ ছিল। মুশলিহীনের আমির মাওলানা খলিলুর রহমান সমাবেশের সভাপতিত্ব করেন। আয়োজকদের ভাষ্য, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে গণতান্ত্রিক প্রক্রিয়া ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাবোধ জরুরি।
