Saturday, November 22, 2025
Homeজাতীয়জাতীয় নির্বাচনে কঠোর বিধিনিষেধ প্রকাশ করল ইসি: শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও...

জাতীয় নির্বাচনে কঠোর বিধিনিষেধ প্রকাশ করল ইসি: শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও বিদেশে প্রচারণা নিষিদ্ধ

পোস্টার নিষিদ্ধ, সর্বোচ্চ ২০টি বিলবোর্ড; লাউডস্পিকার তিনটির বেশি নয়; বিদেশে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধিতে বড় ধরনের পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর এবং বিদেশে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে। নতুন আচরণবিধি ২০২৫ এর সরকারি গেজেট প্রকাশিত হয়েছে ১০ নভেম্বর, যা ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে কার্যকর হবে।

নতুন বিধিতে বলা হয়েছে, কোনো প্রার্থী শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বা সদস্য থাকলে তাকে প্রচারণা শুরুর আগে সেই পদ থেকে পদত্যাগ করতে হবে। কোনো প্রতিষ্ঠান, সংগঠন বা সমিতি থেকে প্রার্থী কোনো সংবর্ধনা গ্রহণ করতে পারবেন না এবং কোনো প্রচারণাকারী সরকারি ডাকবাংলো, সার্কিট হাউস বা অফিসে থাকতে পারবেন না।

আচরণবিধির ১৫ নম্বরে উল্লেখ করা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল, তাদের প্রার্থী বা সমর্থক মসজিদ, মন্দির, প্যাগোডা, চার্চসহ কোনো ধর্মীয় উপাসনালয়, সরকারি অফিস বা শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা চালাতে পারবে না।

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে ডাকযোগে হাইব্রিড পদ্ধতি চালু হচ্ছে, তবে বিদেশে কোনো ধরনের সভা, মিছিল বা প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

নতুন বিধিতে পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে পোস্টার ব্যবহার। শুধুমাত্র বিলবোর্ড, ব্যানার, হ্যান্ডবিল ও লিফলেট ব্যবহার করা যাবে নির্দিষ্ট শর্তে। ব্যানার, হ্যান্ডবিল ও লিফলেট অবশ্যই সাদা-কালো হতে হবে। কোনো অবস্থাতেই রেক্সিন, পলিথিন বা প্লাস্টিকজাত উপকরণ ব্যবহার করা যাবে না।

একজন প্রার্থী সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন, প্রতিটির আকার ১৬ ফুট বাই ৯ ফুটের বেশি নয়। ফেস্টুন, লিফলেট ও ব্যানারেও নির্দিষ্ট আকার মানতে হবে।

ধ্বনি দূষণ নিয়ন্ত্রণে রাখা হয়েছে লাউডস্পিকার ব্যবহারের সীমা। একজন প্রার্থী একসঙ্গে তিনটির বেশি মাইক্রোফোন বা লাউডস্পিকার ব্যবহার করতে পারবেন না। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত লাউডস্পিকার ব্যবহার করা যাবে এবং শব্দের মাত্রা ৬০ ডেসিবেলের বেশি হতে পারবে না।

নতুন বিধিতে ড্রোন, কোয়াডকপ্টারসহ যেকোনো উড়ন্ত যন্ত্র প্রচারণা বা ভোটের সময় ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শুধু রাজনৈতিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক হেলিকপ্টার ব্যবহার করতে পারবেন, তবে তাতে কোনো প্রচারপত্র বিতরণ বা প্রদর্শন নিষিদ্ধ।

সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার রোধে কঠোর নির্দেশনা দিয়েছে ইসি। ভুয়া তথ্য, বিভ্রান্তিমূলক কনটেন্ট, ঘৃণামূলক ভাষা, বিকৃত মুখাবয়ব বা এআই-নির্ভর মিথ্যা প্রচারণা নিষিদ্ধ। প্রতিটি প্রার্থীকে প্রচারণা শুরুর আগে তাদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের তথ্য জমা দিতে হবে।

আচরণবিধি লঙ্ঘনের শাস্তিও বাড়ানো হয়েছে। সর্বোচ্চ ছয় মাস কারাদণ্ড এবং ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। প্রার্থীদের লিখিত প্রতিশ্রুতি দিতে হবে যে তারা আচরণবিধি মেনে চলবেন এবং লঙ্ঘন করলে শাস্তি মেনে নেবেন।

RELATED NEWS

Latest News