Saturday, November 22, 2025
Homeখেলাধুলাক্রিকেটনিউজিল্যান্ড সফরে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে ফিরলেন কেমার রোচ, প্রথমবার ডাক পেলেন...

নিউজিল্যান্ড সফরে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে ফিরলেন কেমার রোচ, প্রথমবার ডাক পেলেন ওজে শিল্ডস

শামার-আলজারি জোসেফ চোটে ছিটকে, ৩ টেস্টের সিরিজে রোচের ওপর ভরসা, রস্টন চেজ অধিনায়ক

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই) বৃহস্পতিবার আগামী মাসে নিউজিল্যান্ডে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। চোটের কারণে শামার জোসেফ ও আলজারি জোসেফ ছিটকে যাওয়ায় পেস আক্রমণের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ কেমার রোচ।

৩৭ বছর বয়সী রোচ জানুয়ারির পর প্রথম টেস্ট খেলবেন। ৮৫ টেস্টে ২৮৪ উইকেট নেওয়া এই পেসারকে নিউজিল্যান্ডের পেস-সহায়ক উইকেটের কথা মাথায় রেখেই দলে ফেরানো হয়েছে। এছাড়া প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পেয়েছেন ২৯ বছর বয়সী পেসার ওজে শিল্ডস।

সিডব্লিউআই-এর ক্রিকেট পরিচালক মাইলস ব্যাসকম্ব বলেন, “নিউজিল্যান্ড সবসময়ই সফরকারী দলের জন্য সবচেয়ে কঠিন জায়গা। তাই আমরা বিশেষ প্রস্তুতির ওপর জোর দিয়েছি। অ্যান্টিগায় সদ্য সমাপ্ত হাই-পারফরম্যান্স ক্যাম্পে নিউজিল্যান্ডের পেস-সহায়ক কন্ডিশনের যতটা সম্ভব অনুকরণ করা হয়েছে।”

মিডল অর্ডার ব্যাটার কাভেম হজ ফিরেছেন। তবে স্পিনার খারি পিয়েরের জায়গা হয়নি, কারণ সিরিজে স্পিনের ভূমিকা সীমিত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

সিরিজটি ১ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত ক্রাইস্টচার্চ, ওয়েলিংটন ও মাউন্ট মঙ্গানুইতে হবে। এটি ২০২৫-২৭ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ৫ টেস্ট খেলে তলানিতে থাকা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সাইকেলে এখনো কোনো সিরিজ খেলেনি নিউজিল্যান্ড।

ওয়েস্ট ইন্ডিজ দল

  • রস্টন চেজ (অধিনায়ক)
  • জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক)
  • অ্যালিক অ্যাথানাজ
  • জন ক্যাম্পবেল
  • তাগেনারিন চন্দরপল
  • জাস্টিন গ্রিভস
  • কাভেম হজ
  • শাই হোপ
  • তেভিন ইমলাচ
  • ব্র্যান্ডন কিং
  • জোহান লেইন
  • অ্যান্ডারসন ফিলিপ
  • কেমার রোচ
  • জেডেন সিলস
  • ওজে শিল্ডস

RELATED NEWS

Latest News