ময়মনসিংহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রনেত্রীর বাড়িতে ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টা করার অভিযোগে নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযানে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয় বলে জানান কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা, বয়স ৪৫। এছাড়া দলীয় কর্মী আরিফ, ৩০, বিপুল, ২১ এবং রাজন, ১৯–কেও আটক করা হয়েছে। ওসি শিবিরুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্তে পুলিশ তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করবে। একই সঙ্গে মামলায় জড়িত অন্যান্য অজ্ঞাত হামলাকারীদের শনাক্তে অভিযান চলছে।
বৃহস্পতিবার ভোর ৩টার দিকে ময়মনসিংহ শহরের ধোলাডিয়া এলাকায় ডিএসইসি নির্বাহী সদস্য উম্মা উস্বাতুন রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ ও আগুন দেওয়ার চেষ্টা করা হয়। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে স্থানীয়রা জানিয়েছেন।
১৭ নভেম্বর ধানমন্ডি ৩২ এলাকায় সরকারবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় পুলিশের কর্মকাণ্ডকে “অতিরিক্ত” বলে মন্তব্য করে আলোচনায় আসেন রাফিয়া। তিনি জানান, ওই ঘটনার পর থেকেই তিনি বিভিন্ন ধরনের হুমকির মুখে ছিলেন।
রাফিয়া বলেন, বঙ্গবন্ধু ভবনকে ঘিরে সাধারণ মানুষের ক্ষোভকে তিনি “ন্যায্য ক্রোধ” হিসেবে দেখেন। যদিও তিনি ভবনটি ভাঙার পক্ষে ছিলেন না, তবে প্রশ্ন তুলেছেন কেন সাধারণ মানুষের ক্ষোভ থেকে ভবনটিকে রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া হলো।
ঘটনার পর এলাকাবাসীর মাঝে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ বলছে, হামলার উদ্দেশ্য ও পরিকল্পনা সম্পর্কে জানতে গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করা হবে।
