ময়মনসিংহ শহরের ধোলাদিয়া এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু নির্বাহী পরিষদের সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার বাড়িতে অজ্ঞাতনামা ব্যক্তি ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টা করেছে। বৃহস্পতিবার ভোর রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে বলে পরিবারের সদস্যরা জানান। ওই সময়ে বাড়ির ভেতরে চার থেকে পাঁচজন অবস্থান করছিলেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবিরুল ইসলাম বলেন, অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা নেওয়া হয়েছে। রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন রাদ প্রথমে থানায় সাধারণ ডায়েরি করে পরে এফআইআর দাখিল করেন। তার ভাষ্যে, দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষতি এড়ানো গেলেও পরিবার আতঙ্কে রয়েছে।
ফায়ার সার্ভিসে আনুষ্ঠানিক কল যাওয়ার আগেই স্থানীয়দের সহায়তায় সম্ভাব্য আগুনের ঝুঁকি নিয়ন্ত্রণে আনা হয় বলে পরিবারের দাবি। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ এবং আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার কাজ শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, ১৭ নভেম্বর ধানমন্ডি ৩২ নম্বরের কাছে নিষিদ্ধ আওয়ামী লীগবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময়ে রাফিয়া ঘটনাস্থলে উপস্থিত থেকে পুলিশের কিছু পদক্ষেপকে অতিরিক্ত বলে মন্তব্য করেন। তিনি ঐ ঐতিহাসিক স্থাপনা ঘিরে ক্ষুব্ধ জনতার প্রতিক্রিয়াকে যৌক্তিক ক্ষোভ হিসেবে উল্লেখ করলেও বাড়ি ভাঙার কাজে অংশ নেননি বলে জানান এবং কেন এ স্থাপনাটি রাষ্ট্রীয় সুরক্ষা পাবে তা নিয়ে প্রশ্ন তোলেন। এসব বক্তব্য তার পূর্ববর্তী প্রকাশ্য মন্তব্যের উদ্ধৃতি হিসেবে তুলে ধরা হলো।
ঘটনার পর এলাকায় টহল জোরদার করা হয়েছে। পুলিশ বলছে, দায়ীদের শনাক্ত করে শিগগিরই আইনের আওতায় আনা হবে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
