Friday, November 21, 2025
Homeজাতীয়হিমালয়ের মেরা পিকের চূড়ায় বাংলাদেশের পতাকা, দুই পর্বতারোহীর সফল অভিযান

হিমালয়ের মেরা পিকের চূড়ায় বাংলাদেশের পতাকা, দুই পর্বতারোহীর সফল অভিযান

সাবেক সেনা কর্মকর্তা ইমতিয়াজ ও দন্ত চিকিৎসক শাহনাজের ৬,৪৭৬ মিটার উচ্চতার শৃঙ্গ জয়

নেপালের খুম্বু অঞ্চলে অবস্থিত ৬,৪৭৬ মিটার (২১,২৪৭ ফুট) উঁচু মেরা পিকের চূড়া সফলভাবে জয় করেছেন দুই বাংলাদেশি পর্বতারোহী। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটে তারা চূড়ায় বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।

এই গৌরবের অংশীদার দুজন হলেন সাবেক সেনা কর্মকর্তা ইমতিয়াজ ইলাহী এবং পেশায় দন্ত চিকিৎসক ডা. শাহনাজ কবির। বুধবার রাত ২টা ৩০ মিনিটে তারা মেরা হাই ক্যাম্প থেকে চূড়ান্ত চূড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। বিশ্বরেকর্ডধারী শেরপা পর্বতারোহী তাশি গ্যালজেন শেরপার নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়।

চূড়া জয়ের পর এক প্রতিক্রিয়ায় ডা. শাহনাজ কবির তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “এটি আমার প্রথম সামিট এবং এটি অত্যন্ত আনন্দের একটি মুহূর্ত। ছয় হাজার মিটারের বেশি উচ্চতায় এটাই আমার প্রথম আরোহণ। তবে আমি এখানেই থেমে থাকতে চাই না। আমি লাল-সবুজের পতাকার প্রতিনিধিত্ব করে আরও রেকর্ড গড়ার আশা রাখি।”

এর আগে গত ১৯ অক্টোবর বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের সদস্য হিসেবে শামীম সাব্বির এবং শাহনাজ আক্তার সলুখুম্বু অঞ্চলের লোবুচে পিক (৬,১১৯ মিটার) জয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে তারা চূড়ায় না পৌঁছেই ফিরে আসতে বাধ্য হন। সে সময় শামীম বাংলাদেশে ফিরে আসলেও শাহনাজ নেপালেই থেকে যান। কাঠমান্ডুতে বিশ্রাম নিয়ে তিনি নতুন এই অভিযানে ইমতিয়াজ ইলাহী এবং হোমায়েদ ইশতিয়াক মুনের সঙ্গে যোগ দেন।

বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের আয়োজনে এটি ছিল ৪৪তম সফল অভিযান।

  • বিষয়াদি সম্পর্কে আরও পড়ুন:
  • নেপাল

RELATED NEWS

Latest News