পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওডিআইতে আইসিসি কোড অব কন্ডাক্টের লেভেল-১ ভঙ্গের দায়ে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। রবিবার রাওয়ালপিণ্ডিতে ম্যাচ চলাকালীন এই ঘটনা ঘটে।
বাবর আইসিসি কোড অব কন্ডাক্টের আর্টিকেল ২.২ ভঙ্গ করেছেন, যা আন্তর্জাতিক ম্যাচে “ক্রিকেট সরঞ্জাম, পোশাক, গ্রাউন্ড সরঞ্জাম বা ফিক্সচারের অপব্যবহার” সংক্রান্ত। এছাড়া তার ডিসিপ্লিনারি রেকর্ডে ১টি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। গত ২৪ মাসে এটি তার প্রথম অপরাধ।
ঘটনাটি ঘটে পাকিস্তানের ইনিংসের ২১তম ওভারে। আউট হওয়ার পর ক্রিজ ছেড়ে যাওয়ার আগে বাবর বিরক্ত হয়ে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেন।
বাবর অপরাধ স্বীকার করে এমিরেটস আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেলের ম্যাচ রেফারি আলি নাকভির প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
চার্জ দায়ের করেন অন-ফিল্ড আম্পায়ার অ্যালেক্স হোয়ার্ফ ও রশিদ রিয়াজ, থার্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ এবং ফোর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদি।
লেভেল-১ ভঙ্গের শাস্তি সর্বনিম্ন অফিসিয়াল সতর্কীকরণ থেকে সর্বোচ্চ ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা এবং ১ বা ২টি ডিমেরিট পয়েন্ট।
