রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের গেটের সামনে দাঁড়িয়ে থাকা ভিক্টোরিয়া পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে অজ্ঞাত ব্যক্তিরা। বুধবার রাত প্রায় ১০টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।
ঘটনার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দল ঘটনাস্থলে যায় এবং আগুন নেভানোর চেষ্টা শুরু করে।
প্রাথমিক তথ্যে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এবং কারা এ ঘটনায় জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
