ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ড. শফিকুর রহমানের কার্যালয়ে মঙ্গলবার বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল বৈঠক করেছে। বৈঠকে দেশের আর্থিক খাতের উন্নয়ন, সংস্কার এবং সামাজিক খাতের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
বিশ্বব্যাংকের ঢাকা আঞ্চলিক কার্যালয়ের কান্ট্রি ডিরেক্টর জ্যাঁ ডেনিস পেসমে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। তাঁর সঙ্গে ছিলেন সিনিয়র ইকোনমিস্ট মেহরিন এ মাহবুব এবং অপারেশনস ম্যানেজার এমএস গায়েল মার্টিন।
জামায়াতের পক্ষ থেকে বৈঠকে অংশ নেন দলের অর্থনৈতিক বিষয়ক গবেষক ডা মিজানুর রহমান, সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ সাফিউল্লাহ এবং আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা মাহমুদুল হাসান।
বৈঠকে বাংলাদেশের আর্থিক খাতের অবকাঠামো উন্নয়ন, আধুনিকায়ন, কর ব্যবস্থা, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা এবং সামাজিক খাতের বিভিন্ন ইস্যু নিয়ে দ্বিপক্ষীয় মতবিনিময় হয়। প্রতিনিধিরা এসব বিষয়ে চলমান চ্যালেঞ্জ ও সম্ভাবনার দিকগুলো তুলে ধরেন।
আলোচনায় ভবিষ্যৎ অর্থনীতি পরিচালনা, বাজার কাঠামোর উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার টেকসই শক্তিশালীকরণ প্রসঙ্গও গুরুত্ব পায়। উভয় পক্ষ বৈঠককে গঠনমূলক আখ্যা দিয়ে এসব আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার আগ্রহ প্রকাশ করে।
