ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনালের জন্য বড় দুঃসংবাদ। আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে ঊরুর মাংসপেশিতে চোট পেয়েছেন দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস। রবিবার ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
শনিবার রাতে উত্তর লন্ডনে সেনেগালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে খেলার সময় চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ২৭ বছর বয়সী এই ফুটবলার। সিবিএফ জানিয়েছে, এই চোটের কারণে মঙ্গলবার তিউনিসিয়ার বিপক্ষে পরবর্তী প্রীতি ম্যাচে তিনি খেলতে পারবেন না। তবে তাকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।
চলতি মৌসুমে আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগের প্রতিটি ম্যাচে মাঠে নামা গ্যাব্রিয়েলের এই চোট ক্লাবটির জন্য বড় এক ধাক্কা। চলতি মাসেই তাদের স্থানীয় প্রতিদ্বন্দ্বী টটেনহ্যাম হটস্পার ও চেলসির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। এছাড়া ২৬ নভেম্বর চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষেও মাঠে নামবে গানাররা।
গত এপ্রিলে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে তিন মাসেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন গ্যাব্রিয়েল। তার এবারের চোট আর্সেনালের দুশ্চিন্তা আরও বাড়িয়েছে। কারণ, গত সপ্তাহেই ইতালির হয়ে খেলার সময় চোটে পড়েছেন আর্সেনালের আরেক ডিফেন্ডার রিকার্ডো ক্যালাফিওরি।
ক্লাবটির চোটের তালিকা বেশ দীর্ঘ। ফরোয়ার্ড কাই হ্যাভার্টজ, ভিক্টর গিওকেরেস, উইঙ্গার ননি মাদুয়েকে, গ্যাব্রিয়েল মার্টিনেলি এবং অ্যাটাকিং মিডফিল্ডার মার্টিন ওডেগার্ডও বর্তমানে চোটে আক্রান্ত। জানুয়ারিতে লিগামেন্ট ছিঁড়ে যাওয়া গ্যাব্রিয়েল জেসুস অনুশীলনে ফিরলেও এখনও প্রতিযোগিতামূলক ম্যাচে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত নন।
