শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, মিরপুরে আজ থেকে শুরু হচ্ছে ২য় মহিলা কাবাডি বিশ্বকাপ। ১১ দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এই আসরে প্রথমবারের মতো নারী আসরের আয়োজন করছে বাংলাদেশ। শিরোপা ধরে রাখতে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, গতবারের রানার্সআপ ইরানও আছে প্রতিদ্বন্দ্বিতায়। দেশের মাটিতে আয়োজিত এ টুর্নামেন্টকে জাতীয় যুব উৎসবের অংশ হিসেবে দেখছে অন্তর্বর্তী সরকার।
এবার আত্মবিশ্বাসও বেশি স্বাগতিকদের। চলতি বছরের শুরুতে ইরানে ৬ষ্ঠ এশিয়ান উইমেনস কাবাডি চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক ব্রোঞ্জ জয়ের পর বাংলাদেশ দল ফিটনেস, কৌশল প্রয়োগ এবং দলীয় সমন্বয়ে উন্নতি করেছে বলে জানায় কোচিং স্টাফ। তাই লক্ষ্য ঘরের মাঠে পদকের লড়াই।
বাংলাদেশ অধিনায়ক রূপালী আকতার বলেন, আমাদের প্রথম ম্যাচ উগান্ডার সঙ্গে এবং আমরা জয়ে শুরু করতে চাই। প্রধান কোচ শাহনাজ পারভিন মালেকা বলেন, ভালো শুরুর বিকল্প নেই। স্বাগতিক হিসেবে ইতিবাচক কিছু অর্জন করতে চাই, দোয়া রাখবেন।
রবিবার স্টেট গেস্ট হাউস জামুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস অংশগ্রহণকারী সব দলের অধিনায়কদের সঙ্গে নিয়ে ট্রফি উন্মোচন করেন। এ আসরে বাংলাদেশ গ্রুপ এ তে আছে ভারত, থাইল্যান্ড, উগান্ডা ও জার্মানির সঙ্গে। নবীন উগান্ডার বিপক্ষে প্রথম পা শক্ত করে ফেলতে চায় স্বাগতিকরা।
আজ চারটি ম্যাচ দিয়ে পর্দা উঠবে। বিকেল ৩টায় উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাংলাদেশ মুখোমুখি হবে উগান্ডার। অন্য ম্যাচগুলোতে নেপাল খেলবে জানজিবারের বিপক্ষে, ইরান খেলবে পোল্যান্ডের সঙ্গে, চাইনিজ তাইপে খেলবে কেনিয়ার বিপক্ষে।
