সৌদি আরবের রিয়াদে চলমান ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশকে আরও একটি পদক এনে দিলেন উশু খেলোয়াড় শিখা খাতুন। নারীদের ৫৬ কেজি ওজন শ্রেণিতে ব্রোঞ্জ পদক জয় করেছেন তিনি।
সেমিফাইনালে হেরে গেলেও পদক নিশ্চিত হয় শিখার। উশুর নিয়ম অনুযায়ী, কোনো ইভেন্টে অন্তত আটজন প্রতিযোগী থাকলে সেমিফাইনালে পরাজিত দুই খেলোয়াড়কেই ব্রোঞ্জ পদক দেওয়া হয়। সেই নিয়মেই পদক পেয়েছেন তিনি।
দিনের অন্য ইভেন্টে অল্পের জন্য ব্রোঞ্জ পদক হাতছাড়া হয়েছে বাংলাদেশের আরেক উশু খেলোয়াড় সাকি আক্তারের। নারীদের ৬০ কেজি শ্রেণিতে মাত্র ছয়জন প্রতিযোগী থাকায় নিয়ম অনুযায়ী ব্রোঞ্জ নির্ধারণী প্লে-অফ ম্যাচ অনুষ্ঠিত হয়। তিউনিসিয়ার এক প্রতিযোগীর কাছে হেরে যাওয়ায় পদক বঞ্চিত হন সাকি।
শিখার এই সাফল্যে রিয়াদ গেমসে বাংলাদেশের মোট পদক সংখ্যা দাঁড়াল পাঁচটিতে। এর আগে টেবিল টেনিসে জাভেদ আহমেদ ও খই খই সাই মারমার মিশ্র দ্বৈত জুটি ঐতিহাসিক রৌপ্য পদক জেতে, যা ইসলামিক সলিডারিটি গেমসে এই খেলায় বাংলাদেশের প্রথম পদক। এছাড়া ভারোত্তোলক মার্জিয়া আক্তার ইকরা নারীদের ৫৩ কেজি শ্রেণিতে তিনটি ব্রোঞ্জ পদক এনে দেন।
