Sunday, November 16, 2025
Homeআন্তর্জাতিক২০২৬ সালে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার, জ্যোতির্বিদ্যা অনুমান

২০২৬ সালে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার, জ্যোতির্বিদ্যা অনুমান

রমজান ১৯ ফেব্রুয়ারি শুরু, ৩০ দিন হলে ৪ দিনের ছুটি, মুন সাইটিং কমিটির চূড়ান্ত ঘোষণা অপেক্ষায়

জ্যোতির্বিদ্যা অনুমান অনুযায়ী, ২০২৬ সালে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার পড়বে বলে জানিয়েছেন এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান। এটি রমজানের রোজা শেষের উৎসব।

আল জারওয়ান বলেন, ১৪৪৭ হিজরির রমজানের চাঁদ ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার দেখা যাবে। তবে সেই সন্ধ্যায় চাঁদ দেখার অবস্থা চ্যালেঞ্জিং হতে পারে। এই হিসাবে রমজান ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হয়ে ৩০ দিন চলবে।

যদি রমজান ৩০ দিন পূর্ণ হয়, তাহলে সংযুক্ত আরব আমিরাতের অনুমোদিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী ৩০তম দিন ঈদের ছুটিতে যোগ হবে। ফলে বাসিন্দারা ১৯ মার্চ বৃহস্পতিবার থেকে ২২ মার্চ রবিবার পর্যন্ত চার দিনের সাপ্তাহিক ছুটি পাবেন। সোমবার থেকে কাজ শুরু হবে।

ঈদুল ফিতর ইসলামী ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলোর একটি। ফজরের ঈদের নামাজ দিয়ে শুরু হয়। এরপর পরিবারের সঙ্গে মিলন, দান-খয়রাত এবং সম্প্রদায়ের উৎসব চলে।

যদি পর্যবেক্ষণ অনুমানের সঙ্গে মিলে, তাহলে শাওয়ালের প্রথম দিন অর্থাৎ ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার পড়বে। তবে চূড়ান্ত নিশ্চিতকরণ সংযুক্ত আরব আমিরাতের মুন সাইটিং কমিটি তারিখের কাছাকাছি ঘোষণা করবে।

এই অনুমান জ্যোতির্বিদ্যা গণনার ওপর ভিত্তি করে। চাঁদ দেখার ওপর নির্ভর করে তারিখ এক দিন এদিক-ওদিক হতে পারে। সৌদি আরবসহ অন্যান্য দেশের মুন সাইটিংও প্রভাব ফেলে।

ইসলামী দেশগুলোতে ঈদের ছুটি সরকারি-বেসরকারি খাতে প্রযোজ্য। সংযুক্ত আরব আমিরাতে এটি অর্থনীতি ও পর্যটনেও প্রভাব ফেলে।

RELATED NEWS

Latest News