Sunday, November 16, 2025
Homeখেলাধুলাঢাকায় লেস্টার সিটি দলের দু’সদস্য, হামজা চৌধুরীকে কেন্দ্র করে ডকুমেন্টারি শুট শুরু

ঢাকায় লেস্টার সিটি দলের দু’সদস্য, হামজা চৌধুরীকে কেন্দ্র করে ডকুমেন্টারি শুট শুরু

ভারত ম্যাচের আগে ঢাকায় নেমেই হামজাকে কেন্দ্র করে উত্তাপ, লেস্টারের ভিডিও ও সিকিউরিটি টিম চারদিন করবেন শুট

শনিবার বিকেলের শেষ ভাগে ঢাকার জাতীয় স্টেডিয়ামে প্রস্তুতি শুরু হওয়ার আগেই দেখা গেল অস্বাভাবিক এক দৃশ্য। মাঠের টাচলাইন ঘেঁষে দাঁড়িয়ে দুই বিদেশি। তারা নীরবে চারদিকে তাকিয়ে দেখছিলেন, হাতে ক্যামেরা, চোখে কৌতূহল। সাংবাদিকদের চোখে পড়তেই প্রশ্ন উঠল তারা কারা এবং কেন এত আগে এসে উপস্থিত।

কিছুক্ষণ পরই জানা গেল, তারা এসেছেন লেস্টার সিটি থেকে। একমাত্র উদ্দেশ্য, হামজা চৌধুরীকে নিয়ে ডকুমেন্টারি ধারণ করা।

দলীয় বাস ঢোকার পর হামজা নেমেই দু’জনকে দেখে এগিয়ে যান। উষ্ণ অভিবাদন ও কথা বলায় নিশ্চিত হয় পরিচয়। তারা হলেন ড্যানিয়েল ট্যাগেট, লেস্টার সিটির ভিডিও প্রডিউসার, এবং জে পেটম্যান, ক্লাবের সিকিউরিটি টিমের সদস্য। শনিবার সকালেই ঢাকায় পৌঁছেছেন তারা। দু’ঘণ্টা বিশ্রামের পর সরাসরি চলে আসেন জাতীয় স্টেডিয়ামে।

ড্যান জানান, “আমরা হামজাকে নিয়ে ডকুমেন্টারি বানাচ্ছি। ইংল্যান্ডের অংশ শুট করা হয়েছে। এবার বাংলাদেশে চারদিন থাকব। এক মাস পর এটি লেস্টার সিটির ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।”

তবে তাদের জন্য সবচেয়ে বড় বিস্ময় ছিল মাঠে প্রবেশের পর পরিস্থিতির উত্তাপ। ড্যান বললেন, “হামজা কতটা জনপ্রিয়, সে বলেছিল। কিন্তু এভাবে হবে ভাবিনি।” সাংবাদিকদের ভিড়, ক্যামেরার সারি, টাচলাইনে গাদাগাদি — ইংল্যান্ডে এমন দৃশ্য তারা দেখেননি।

স্টেডিয়ামের বাইরে তখন থেকেই ভিড়। কেউ লেস্টার সিটির জার্সি পরে, কেউ পতাকা হাতে — সবাই হামজাকে এক ঝলক দেখার অপেক্ষায়। সাংবাদিকরা যখন জানালেন, ভারত ম্যাচের টিকিট চার মিনিটেই বিক্রি শেষ, ড্যানের প্রথম প্রতিক্রিয়া ছিল, “অবিশ্বাস্য।”

জে পেটম্যান হামজাকে চেনেন কৈশোর থেকেই। তিনি বলেন, “হামজা সবসময় হাসিখুশি, সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ। ক্লাবের সবার সঙ্গেই তার দুর্দান্ত সম্পর্ক।”

দিনের শেষে লেস্টারের এই দুই সদস্য বুঝে গেলেন, তারা শুধু একজন ফুটবলারের শুট করতে আসেননি।
তারা ঢুকেছেন হামজার দ্বিতীয় ঘরে — যেখানে তিনি কেবল একজন খেলোয়াড় নন, বরং আবেগের নাম।

RELATED NEWS

Latest News